সকালেই গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের মৃতা চিকিৎসকের বাড়ি। সেখান থেকে নবান্নে গিয়ে তদন্তের অগ্রগতি ও কর্মবিরতিতে সামগ্রিক চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন স্বাস্থ্যসচিবরে সঙ্গে বৈঠকে আর জি কর-কাণ্ডের তদন্তের অগ্রগতি ও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে সামগ্রিক ভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর পড়া প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। একই শঙ্গে সরকারি হাসপাতালগুলির সামগ্রিক পরিকাঠামোও নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী।