Friday, November 7, 2025

বিবৃতি হাসিনার নয়! দাবি সজীবের, ইন্দো-বঙ্গ সম্পর্কে দুর্গাপুজোয় ছুটির ভাবনা

Date:

বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বার্তা। বক্তব্য প্রকাশের প্রায় এক সপ্তাহ পরে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি সেই বক্তব্য আদৌ প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছিলই না। এমনকি তিনি ঢাকা ছাড়ার পর কোনও বিবৃতি এখনও দেননি বলেই দাবি জয়ের। যদিও এই কয়েকদিনে জল অনেক দূর গড়িয়ে যাওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করতে তৎপর বাংলাদেশ প্রশাসন। প্রয়োজনে দুর্গাপুজোয় তিনদিন সরকারি ছুটির পরিকল্পনাও করা হচ্ছে সেখানে।

সজীব একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, বাংলাদেশে ইস্তফা সংক্রান্ত একটি বিবৃতি যা তাঁর মায়ের নামে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। এমনকি হাসিনা তাঁকে নিশ্চিত করেছেন যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনও বিবৃতি দেননি। যদিও এর আগে সজীব পরস্পরবিরোধী কথা বলেছিলেন। শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চান না, বিবৃতি দিয়েও আওয়ামি লীগের শক্তিশালী হয়ে ফিরে আসার বক্তব্য বদলও করেছেন। তবে হাসিনার নামে প্রকাশিত বিবৃতি সঠিক না বিভ্রান্তিকর, তা নিয়ে হাসিনা এখনও কোনও বিবৃতি দেননি।

যদিও বাংলাদেশে অন্তর্বর্তী গঠনের পরে উপদেষ্টারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বার্তা দিচ্ছেন। একদিকে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধিতা কমানোর অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দেশের সংখ্যালঘু হিন্দুদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা চলছে। বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন উপদেষ্টারা ভারতের গুরুত্ব বুঝেই বিবাদের পথে না হেঁটে মিত্রতার দিকে যাওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও সেই ভালো সম্পর্কের প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে বিস্তার লাভ করেনি। পরবর্তীকালে দুদেশের মধ্যে সুসম্পর্কের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যেও যেন সম্পর্কের উন্নতি হয়। বাংলাদেশের মানুষকে ভারতকে ঘনিষ্ঠ বন্ধু ভাবার বার্তা দেন তিনি। তবে ভারতের পাশাপাশি চিনের সঙ্গেও বাংলাদেশ সুসম্পর্ক রাখবে স্পষ্ট করে দেন উপদেষ্টা।

দেশের বাইরে দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষার পাশাপাশি দেশের ভিতরে হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন জয়ের প্রচেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখওয়াত হোসেন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয় তিন দিনের ছুটির সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। সেই সঙ্গে ভারতেও এর চরম প্রতিক্রিয়া হয়েছে। সব দিক শান্ত রাখার জন্য তাই এবার দুর্গাপুজোয় ছুটির সুপারিশ। যদিও অন্তর্বর্তী সরকারের সুপারিশ কতটা রক্ষিত হবে নির্বাচিত সরকার গঠনের পরে, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন রাজনীতিকরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version