Sunday, August 24, 2025

অধ্যক্ষকে প্রশাসনিক পদে ‘না’, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দাবি আন্দোলনকারী ডাক্তারদের

Date:

সোমবারও বদল হল না আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের দাবির। অধ্যক্ষের পদত্যাগের পরে তাঁকে অন্য কোনও প্রশাসনিক পদে না রাখার দাবি জানালেন তাঁরা। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্যান্য যে পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রদের, তাঁদের ক্ষেত্রেও একই অবস্থানের দাবি জানালেন তাঁরা। সোমবারই নির্যাতিতার বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন অধ্যক্ষ ও সুপারকে রাজ্য সরকার অন্যত্র সরিয়ে দিয়েছে।

আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের প্রবল আন্দোলনের মুখে সোমবারই পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পদত্যাগের দাবি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। এরপরই আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁরা লিখিত পদত্যাগপত্র দেখতে চান। সেই সঙ্গে অধ্যক্ষ সহ এমএসভিপি, ডিন ও চেস্ট বিভাগের বিভাগীয় প্রধানকে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনও প্রশাসনিক পদে রাখা যাবে না বলে দাবি জানান তাঁরা।

এর পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবিতেও তাঁরা অনড়। অপরাধী একাধিক, এমনটাই দাবি করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান তাঁরা। সেই সঙ্গে তদন্তের অগ্রগতির রিপোর্ট আন্দোলনকারী পড়ুয়াদের দেওয়ার দাবি জানান তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে শহরের একাধিক মেডিক্যাল কলেজ থেকে দাবি ওঠে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাঁদের হাসপাতালে দায়িত্বে পাঠানো হলে তাঁরা তা মেনে নেবেন না।

রাজ্যের পড়ুয়া ডাক্তারদের পাশাপাশি গোটা দেশের চিকিৎসকদের সংগঠন সোমবার থেকে কর্মবিরতিতে গিয়েছেন। দিল্লি এইমসেও বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট পরিষেবা। ছয়টি দাবিতে তাঁরা আন্দোলনে নামেন। ফর্ডার দাবি, নির্যাতিতার বিচারে সিবিআইকে তদন্তভার দিতে হবে। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে সব হাসপাতালের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন প্রণয়ন করতে হবে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version