বন্ধুর সঙ্গে মির্জাপুরে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার তরুণী। বর্ধমান নবদ্বীপ রোডে তিন যুবকের বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ। দেওয়ানদিঘির কাছে মির্জাপুরে (Mirzapur) এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

গত ৭ অগাস্টের এই ঘটনায় দশ তারিখ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। নির্যাতিতা জানিয়েছেন বুধবার বর্ধমান-নবদ্বীপ রোডের মির্জাপুরে বন্ধুর সঙ্গে মেলা দেখতে যান তিনি। রাস্তা ফাঁকা থাকার সুযোগে তিন জন যুবক এসে তাঁদের ঘিরে ধরে শারীরিক নিগ্রহ করতে থাকে। নির্যাতিতা তরুণীর পুরুষ বন্ধু বাধা দিতে গেলে তাঁকে আটকে রেখে রাস্তার মাঝেই মেয়েটিকে গণধর্ষণ করা হয়। যুবতীর বন্ধুর কাছে মোটা টাকাও দাবি করা হয় বলে অভিযোগ।তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ ৩ অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেফতার করেছে।

