Tuesday, November 11, 2025

দায়িত্ব নিয়েই আর জি করে নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন নতুন অধ্যক্ষর

Date:

দায়িত্ব নেওয়ার পরই কোমর বেঁধে কাজে নেমে পড়লেন
আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Hospital) নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। হাসপতালের নিরাপত্তা জোরদার করতে গঠন করলেন একটি বিশেষ বাহিনী। যে বাহিনী তিনি গঠন করেছেন, তার সদস্য হিসাবে পুলিশ থেকে শুরু করে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিও থাকবেন। এই বাহিনীই হাসপাতালের আনাচে কানাচে ঘুরে দেখে সিদ্ধান্ত নেবে নিরাপত্তা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের প্রতিনিধি হিসাবে বাহিনীতে যিনি থাকবেন, তিনি সিদ্ধান্ত নেবেন হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি, সে বিষয়ে।

এদিকে নিরাপত্তার জন্য আর জি কর হাসপালকে (R G Kar Hospital) ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এ ছাড়াও রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জন্যও ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

উল্লেখ্য, আর জি করের আন্দোলনরত চিকিৎসকদের ছ’দফা দাবির একটি ছিল, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ, মঙ্গলবারই আর জি করের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন সুহৃতা পাল। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেন তিনি ।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করলেই তলব করবে পুলিশ

 

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version