Tuesday, December 2, 2025

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামছে বুদ্ধিজীবী মহল! 

Date:

Share post:

সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ওপর যে নৃশংস অত্যাচার হয়েছে তার প্রতিবাদে সুবিচারের দাবিতে এবার ধিক্কার পদযাত্রায় ‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ’। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ডিউটিরত অবস্থায় যেভাবে ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার নিন্দায় সরব নাগরিক সমাজ। একদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, রাজ্য ছাড়িয়ে দেশজুড়ে আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন সাধারণ মানুষ থেকে শিল্পী সাহিত্যিক সকলেই। মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’য় শামিল হবেন অপর্ণা সেন (Aparna Sen), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), মিরাতুন নাহার, সুজাত ভদ্র, বিভাস চক্রবর্তী(Bibhash Chakraborty),পার্থসারথি সেনগুপ্ত-সহ বিশিষ্টরা।

আরজি করে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত মহিলা শিক্ষার্থী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কড়া এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশকে (Kolkata Police) তিনি আগামী সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। লালবাজারের তরফে ইতিমধ্যেই সিটের (Special Investigation Team) সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পাশাপাশি ধৃতের ডিএনএ (DNA) পরীক্ষা করতে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারে অন ডিউটি চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে সোমবার সেমিনার হলের ভিডিওগ্রাফি পর্যন্ত করা হয়েছে। যদিও অবস্থান-বিক্ষোভে থাকা জুনিয়র ডাক্তাররা বলছেন এখনও আসল বিষয়টিকে সকলের সামনে খোলসা করা হচ্ছে না। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সমাজমাধ্যমে নানা পোষ্টে নির্যাতিতার সুবিচারের দাবির পাশাপাশি এবার রাস্তায় নেমে নারী সুরক্ষা নিশ্চিত করতে প্রত্যয়ী। বুদ্ধিজীবী মহল বলছে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক -স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জ্ঞাপন করতে এই মিছিলেন ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অনুপ মাইতি, বিশ্বনাথ পাড়িয়া, জুবের রব্বানি, সাইফুল ইসলাম, অনুপ বন্দ্যোপাধ্যায়, প্রাণোতোষ বন্দ্যোপাধ্যায়, মানস জানা, বিজ্ঞান বেরা, অংশুমান মিত্র, মহুয়া নন্দ, মনোজ গুহ, মৃদুল দাস, কল্পনা দত্ত, প্রদীপ চক্রবর্তী, সমীপ চক্রবর্তীরা পায়ে হেটে পৌঁছে যাবেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত। যদিও কর্মবিরতিতে থাকা বিক্ষুব্ধ ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে তাঁরা কথা বলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।


spot_img

Related articles

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...