Thursday, August 28, 2025

টাইপ-১ ডায়াবেটিস মোকাবিলায় রাজ্যের ভূয়সী প্রশংসা ইউনিসেফের প্রতিনিধিদের

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ইউনিসেফের প্রতিনিধি দল। মঙ্গলবার নবান্নে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিসেফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। টাইপ ওয়ান ডায়াবেটিস মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন তারা। শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস রোধে রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। যৌথ প্রকল্পের সম্ভাবনা নিয়েও সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, বাংলা এখন দেশে মডেল। আমি খুশি যে তাঁরা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম ও কর্মক্ষমতাকে প্রশংসা করেছেন। এবং আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এই প্রথম নয়,এর আগেও স্বাস্থ্য-রোগী পরিষেবার ক্ষেত্রে রাজ্য গোটা দেশে নিজেদের দক্ষতার ছাপ রেখেছে। বিশেষ করে কোভিডের সময় বাংলা যেভাবে কাজ করেছে, মানুষের পাশে ছিল, গোটা দেশে তা উদাহরণ হয়ে আছে। এবার ডায়াবেটিসের মতো রোগের বিরুদ্ধে বাংলাকে মডেল হিসেবে চিহ্নিত করায়, আখেরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ-রাজ্যের চিকিৎসক-সহ স্বাস্থ্য পরিষেবায় এ-এক নতুন পালক যোগ হল। যা নিঃসন্দেহে গর্বের।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version