Sunday, November 16, 2025

পড়ুয়া ডাক্তারদের আন্দোলন রাজনীতির রঙ লেগে কলুসিত মঙ্গলবার। আন্দোলনের মঞ্চে বিশিষ্ট জনেদের প্রবেশ হয়ে সোমবার থেকেই ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীদের বার্তার থেকে লাইম লাইটে বেশি এসে পড়েছে সেলিব্রিটিরাই। এবার সরাসরি বাম-বিজেপি আর জি করের সামনে গুণ্ডাগিরিতে জড়ালো। হাসপাতালের বাইরে স্পষ্ট হয়ে যায় রাম-বাম আঁতাঁতও।

আন্দোলন মঞ্চের ফায়দা তুলতে মঙ্গলবার আর জি করে হাজির হন অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন গায়ক পল্লব কীর্তনিয়া, লেখিকা মীরাতুন নাহার। এর আগে রাজ্যের একাধিক ইস্যুতে কখনও সামনে আসতে দেখা যায়নি এই সেলিব্রিটিদের। স্বাভাবিকভাবে তাঁরা আর জি করের মঞ্চ থেকে নিজেদের ফায়দা তুলতে এলে এলাকা থেকে তাঁদের ঘিরে প্রতিবাদের আওয়াজ ওঠে।

অন্যদিকে সন্ধ্যায় হাসপাতালে রীতিমত গুণ্ডাগিরি করতে দেখা যায় বামেদের। হাসপাতালের গেট ভেঙে পুলিশকে রীতিমত ধাক্কা মেরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বামনেত্রী মীনাক্ষি সহ হামলাকারীরা। হাসপাতালে সংস্কারের কাজকে আটকে দেওয়া হয়। তাঁরা দাবি করে প্রমাণ লোপাটের চেষ্টায় ঘটনাস্থল সেমিনার হলে ভাঙচুর চালানো হচ্ছে দুদিন ধরে। যদিও সংস্কারের কাজ হচ্ছিল তার উল্টোদিকে। পুলিশের সঙ্গে হাতাহাতি করে রবিবার ‘নজির’ রেখেছিল বাম ছাত্র-যুব কর্মীরা। মঙ্গলবার একেবারে গুণ্ডাগিরি চালানোর চেষ্টা করে তারা।

রবিবার থেকেই আর জি করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল বামেরা ও বিজেপি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। হাসপাতালের বাইরে যখন বামেরা বিক্ষোভ দেখাতে আসে, তখনই দেখা যায় বিজেপিকেও। পুলিশের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় বিজেপি কর্মীদেরও, ঠিক যেভাবে বামেরা হাসপাতালে পুলিশের উপর হামলা চালায়। এমনকি দুইদলের কর্মীদের দাবিতেও তদন্ত বা পুলিশের তথ্যপ্রমাণ জোগাড়ে কোনও সাহায্য করার বদলে শুধুই রাজনীতি করতে দেখা যায় রাম-বামকে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version