Monday, November 10, 2025

বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে ১৬-১৯ অগাস্ট তৃণমূলের আন্দোলন, ১৬ তারিখ রাজপথে মিছিল মমতার

Date:

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রাজনীতি করতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বাম-বিজেপি। রাম-বামের সেই চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সন্ধেয় প্রথমে বেহালা ও পরে হাজরা মোড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সভানেত্রী।

এক নজরে তৃণমূলের ধর্না-আন্দোলন

১৪ অগাস্ট – মধ্যরাতে পতাকা উত্তোলন পালন
১৫ অগাস্ট- রেড রোড-সহ বাংলাজুড়ে স্বাধীনতা দিবস পালন
১৬ অগাস্ট- খেল দিবস পালন,
১৬ অগাস্ট- বিকেল ৪টে থেকে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালির মোড় থেকে মিছিল মমতার
১৭ অগাস্ট- রাজ্যজুড়ে ২ থেকে ৪ পর্যন্ত রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে ধর্না-মিছিল
১৮ অগাস্ট- বাংলাজুড়ে ব্লকে ব্লকে ধর্না
১৯ অগাস্ট- দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল-মিটিং

আরও পড়ুন- R G Kar-কাণ্ড: রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI, চাপ বাড়ালেন মমতা

এদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানান, বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল। ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধর্না, প্রতিবাদ সভা। সিপিএম-বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার। ১৬ তারিখ খেল দিবস পালনের পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মৌমালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।“ মমতার কথায়, “আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওঁরা হাই কোর্টে গেলেন।“

মধ্য রাতে শহর দখল কর্মসূচির নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিত ভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না, মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যে ভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয়।“

ক্ষুব্ধ মমতা বলেন, “আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। এমন একটা ঘটনায় মৃতার আত্মার শান্তি কামনা করুন। পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজনীতি করবেন না। কিছু রাজনৈতিক দল আন্দোলন করছেন। মমতাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। কিছুদিন যাক বুঝতে পারবেন, আসল রহস্য কী ছিল।”

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version