Thursday, August 21, 2025

আর জি করের ঘটনার পরে বারবার উঠে এসেছে মৃতা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি। একাধিক গুজব ছড়ানো হয়েছে সেই রিপোর্ট নিয়েও। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে গুজব ছড়ানো নিয়ে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের তরফে তথ্য দিয়ে শেয়ার করা হচ্ছে বিভিন্ন ভিডিও। এবার শেয়ার করা হল ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার সঠিক প্রক্রিয়া জানিয়ে ভিডিও।

হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি ভিডিও বার্তায় জানান, ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়। তার অনলাইন প্রক্রিয়া এখনও শুরু না হলেও দ্রুত সেই প্রক্রিয়া শুরুর আশ্বাসও দেন তিনি। আদৌ এই প্রক্রিয়ায় কোনও জটিলতা বা দ্বিধার বিষয় নেই বলে জানান হাওড়া পুলিশ কমিশনার।

তিনি বর্ণনা করেন, মৃতের পরিবারকে সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন করতে হবে। তার জন্য কোনও টাকা দিতে হয় না। থানা ময়নাতদন্তকারী ডাক্তারদের থেকে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিবারের হাতে তুলে দেবেন। তার আগে পরিবারের পরিচয়পত্র যাচাই করে দেখা হবে। পরিবারের সম্পর্ক সঠিক ও কাগজে সমস্যা না থাকলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতে সমস্যা হলে জেলা পুলিশ সুপারের দফতর বা কমিশনারের দফতরে জানাতে হবে। তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন পুলিশ কমিশনার বা পুলিশ সুপার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version