Wednesday, August 20, 2025

বিচার চাই: R G Kar-কাণ্ডে গর্জে উঠলেন প্রসেনজিৎ-দেব, স্থগিত ‘খাদান’-‘বহুরূপী’-র টিজার লঞ্চ

Date:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা-তথা দেশ। দোষীর দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে সরব টলিউডও। দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ স্থগিত করা হয়েছে। চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দীপক অধিকারী (Dev)।প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) লেখেন, “আর জি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাঁদের এই অপূরণীয় ক্ষতি হল তাঁদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাঁদের এই বেদনকে লাঘব করতে পারবে না।” এরপরেই ঘটনার বিচার চেয়ে সরব হন প্রসেনজিৎ। লেখেন, “আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”

এই পরিস্থিতিতে বিদেশে রয়েছেন দেব অধিকারী-রুক্মিণী মৈত্র। মঙ্গলবার, বিকেলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে আর জি কর-কাণ্ডের তীব্র প্রতিবাদ করেন দেব। তাঁর পুজোর ছবি ‘খাদান’-এর টিজার রিলিজ স্থগিত রাখার খবর জানিয়ে দেব লেখেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।” মৃতা ও তাঁর পরিবারের সুবিচারের দাবি করেন দেব।


১৪ অগাস্টই ‘খাদান’ ও ‘বহুরূপী’-দুটি ছবির টিজার রিলিজের কথা ছিল। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সেগুলি স্থগিত করা হয়েছে।






Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version