আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা-তথা দেশ। দোষীর দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে সরব টলিউডও। দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ স্থগিত করা হয়েছে। চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দীপক অধিকারী (Dev)।
এই পরিস্থিতিতে বিদেশে রয়েছেন দেব অধিকারী-রুক্মিণী মৈত্র। মঙ্গলবার, বিকেলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে আর জি কর-কাণ্ডের তীব্র প্রতিবাদ করেন দেব। তাঁর পুজোর ছবি ‘খাদান’-এর টিজার রিলিজ স্থগিত রাখার খবর জানিয়ে দেব লেখেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।” মৃতা ও তাঁর পরিবারের সুবিচারের দাবি করেন দেব।
১৪ অগাস্টই ‘খাদান’ ও ‘বহুরূপী’-দুটি ছবির টিজার রিলিজের কথা ছিল। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সেগুলি স্থগিত করা হয়েছে।