Tuesday, August 12, 2025

চাষের জমিতে পশুর প্রবেশ রুখতে দেওয়া বিদ্যুৎবাহী বেড়া স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুর-ফতেপুর গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুরও। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের চাষের জমিতে পটল তোলার কাজ করতে যান নুরপুর-ফতেপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৮০) নামে এক ব্যক্তি। তিনি যখন নিজের জমি থেকে চাষাবাদের কাজ শেষ করে ফিরে আসছিলেন সেই সময় তার নিজের জমির ঠিক পাশে বুদ্ধ শেখ নামে এক ব্যক্তির চাষের জমি ঘিরে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্র জানা গিয়েছে, বুদ্ধ শেখ নামে ওই ব্যক্তি এ বছর তার নিজের চাষের জমিতে ভুট্টা চাষ করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে বন্য শুকররা বারবার তার জমি আক্রমণ করে ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছিল। সেই কারণে তিনি নিজের জমির চারপাশে বিদ্যুতের তারের বেড়া লাগিয়েছিলেন। প্রতিদিন রাতে ওই বেড়াতে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকলেও ভোর ছ’টার মধ্যে বুদ্ধ শেখ নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিতেন বলে জানা গিয়েছে।কিন্তু বৃহস্পতিবার সকালে কোনও কারণে বুদ্ধ তিনি নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে ভুলে যান। এরফলে সাত সকালে মাঠে চড়তে যাওয়ার সময় একটি গবাদি পশু ওই বেড়া ছুঁয়ে ফেললে প্রথমে তার মৃত্যু হয়। এই ঘটনার কিছুক্ষণ পরে নজরুল ইসলাম নিজের চাষের জমি থেকে ফিরে আসছিলেন। কিন্তু তিনিও গোটা ঘটনাটি সম্পর্কে অবগত না থাকায় বুদ্ধর চাষের জমির বিদ্যুৎবাহী তার ছুঁয়ে ফেলেন।এই ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা বুদ্ধ শেখের জমির কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।ইতিমধ্যে নজরুল ইসলামের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related articles

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ...

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan)...

পুলিশকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব: তীব্র প্রতিবাদ পুলিশ পরিবারের মহিলাদের

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব রাজ্য ও কলকাতা পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের...

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম...
Exit mobile version