আর জি কর (R G Kar) কাণ্ডকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক ডাকা বনধের তীব্র বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, রাজভবনে চা চক্র থেকে বেরিয়ে বুধবার রাতে তাণ্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। তবে তার প্রেক্ষিতে বনধে সমর্থন করছেন না বলে জানান মমতা।

SUCI-র ডাকা বাংলা বনধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের রাজ্যে বনধ হয় না। আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যাঁরা সাপোর্ট করবেন তাঁরা নিজের দায়িত্বে করবেন। আমি অনুরোধ করব সব সচল রাখতে। সন্ত্রাস করার চক্রান্ত চলছে বাম ও রামের। আমি সকলকে বলব সব সোশ্যাল নেটওয়ার্কে সব ঠিক নয়। ব্যবসা করতে গিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া ঠিক নয়। মনে রাখবেন এটা মাতৃভূমিকে অপমান করা। আমি পুলিশকে বলেছি এটাতে নজর রাখতে।”


বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় সরকারি কর্মীদের শুক্রবার সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির মত কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া ওইদিন কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে বেতন কাটার পাশাপাশি তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে।
