Saturday, January 31, 2026

Independence Day Parade: স্বাধীনতা দিবসে দিল্লিতে পাঁচমুড়া কলেজের রনি-বর্ষা

Date:

Share post:

মৃত্যুঞ্জয় লোক্ষণ, বাঁকুড়া

দিল্লির লালকেল্লায় এবার বাঁকুড়ার মেয়েরা। আগামিকাল স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে বাঁকুড়ার পাঁচমুড়া মহাবিদ্যালয়ের এন.এস.এস -এর দু’জন ভলেন্টিয়ার, রনি দে ও বর্ষা সর্দার।

কলেজের এই সাফল্যের বিষয়ে বলতে গিয়ে অধ্যক্ষ ড. অনল বিশ্বাস বলেন, “এন.এস.এস এর দায়িত্বে আছেন উমাপদ সৎপথী, সন্দীপ সরকার ও ড. মৃণাল সিংহবাবু। এনাদের নেতৃত্বে পাঁচমুড়া মহাবিদ্যালয়ের এন.এস.এস ভলেন্টিয়াররা নানান কর্মসূচিতে নিয়মিতভাবে উৎসাহের সাথে অংশগ্রহণ করে থাকে। ‘মাই ভারত’, ‘মেরে মিট্টি মেরে দেশ’, ‘অমৃত বাটিকা’, ‘এক পেড় মাকে নাম’ ইত্যাদি কর্মসূচিতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে। যা পাঁচমুড়া মহাবিদ্যালয়কে তার সাফল্যের ধারাবাহিকতা বহন করে চলতে সাহায্য করছে। কয়েকদিন আগে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত সন্মানে ১৫ আগস্ট সম্মানিত হতে চলেছে পাঁচমুড়া মহাবিদ্যালয়। আর ওইদিনই দুই ভলেন্টিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি রূপে দিল্লিতে আমন্ত্রণ পাওয়ায় কলেজে বর্তমানে খুশির আবহ। এন.এস.এস নিবেদিত প্রাণ বর্ষা সর্দার গত বছর জাতীয় সংহতি শিবিরে অংশগ্রহণের জন্য কোয়েম্বাটুর গিয়েছিল। তাছাড়াও বর্ষার নেতৃত্বে পাঁচমুড়া মহাবিদ্যালয়-এর মহিলা ফুটবল টিম ‘মহকুমা ফুটবল চ্যাম্পিয়ন’ এবং ‘বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা’-য় চ্যাম্পিয়নও হয়েছিল।”

প্রসঙ্গত, ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামিকাল দিল্লির লালকেল্লার অনুষ্ঠানে গোটা দেশ থেকে জাতীয় পরিষেবা প্রকল্পের (এনএসএস) আওতায় ৪০০ জন ছাত্র-ছাত্রীকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল গত জুলাই মাসে। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের নির্দেশে এ রাজ্যের ১৬টি কলেজ থেকে ৩২ জন ছাত্র-ছাত্রী মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন- ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে স্বাধীনতার শুভনন্দন মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...