Monday, August 25, 2025

Independence Day Parade: স্বাধীনতা দিবসে দিল্লিতে পাঁচমুড়া কলেজের রনি-বর্ষা

Date:

মৃত্যুঞ্জয় লোক্ষণ, বাঁকুড়া

দিল্লির লালকেল্লায় এবার বাঁকুড়ার মেয়েরা। আগামিকাল স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে বাঁকুড়ার পাঁচমুড়া মহাবিদ্যালয়ের এন.এস.এস -এর দু’জন ভলেন্টিয়ার, রনি দে ও বর্ষা সর্দার।

কলেজের এই সাফল্যের বিষয়ে বলতে গিয়ে অধ্যক্ষ ড. অনল বিশ্বাস বলেন, “এন.এস.এস এর দায়িত্বে আছেন উমাপদ সৎপথী, সন্দীপ সরকার ও ড. মৃণাল সিংহবাবু। এনাদের নেতৃত্বে পাঁচমুড়া মহাবিদ্যালয়ের এন.এস.এস ভলেন্টিয়াররা নানান কর্মসূচিতে নিয়মিতভাবে উৎসাহের সাথে অংশগ্রহণ করে থাকে। ‘মাই ভারত’, ‘মেরে মিট্টি মেরে দেশ’, ‘অমৃত বাটিকা’, ‘এক পেড় মাকে নাম’ ইত্যাদি কর্মসূচিতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে। যা পাঁচমুড়া মহাবিদ্যালয়কে তার সাফল্যের ধারাবাহিকতা বহন করে চলতে সাহায্য করছে। কয়েকদিন আগে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত সন্মানে ১৫ আগস্ট সম্মানিত হতে চলেছে পাঁচমুড়া মহাবিদ্যালয়। আর ওইদিনই দুই ভলেন্টিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি রূপে দিল্লিতে আমন্ত্রণ পাওয়ায় কলেজে বর্তমানে খুশির আবহ। এন.এস.এস নিবেদিত প্রাণ বর্ষা সর্দার গত বছর জাতীয় সংহতি শিবিরে অংশগ্রহণের জন্য কোয়েম্বাটুর গিয়েছিল। তাছাড়াও বর্ষার নেতৃত্বে পাঁচমুড়া মহাবিদ্যালয়-এর মহিলা ফুটবল টিম ‘মহকুমা ফুটবল চ্যাম্পিয়ন’ এবং ‘বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা’-য় চ্যাম্পিয়নও হয়েছিল।”

প্রসঙ্গত, ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামিকাল দিল্লির লালকেল্লার অনুষ্ঠানে গোটা দেশ থেকে জাতীয় পরিষেবা প্রকল্পের (এনএসএস) আওতায় ৪০০ জন ছাত্র-ছাত্রীকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল গত জুলাই মাসে। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের নির্দেশে এ রাজ্যের ১৬টি কলেজ থেকে ৩২ জন ছাত্র-ছাত্রী মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন- ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে স্বাধীনতার শুভনন্দন মুখ্যমন্ত্রীর

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version