Sunday, November 9, 2025

যে আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে মধ্যরাতে প্রতিবাদ চলছে, সেই আর জি করেই বুধবার রাতে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বহিরাগতরা হাসপাতালে ভিতরে ঢুকে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।

রাত দখলের কর্মসূচিতে আর জি করের সামনেও জমায়েত হয়েছিল। ছিল পুলিশ, ব্যারিকেড। সেই জমায়েত সরে গেলেই একদল দুষ্কৃতী গেট ভেঙে ভিতরে ঢুকে পড়। ভাঙা হয় ব্যারিকেড। ভাঙচুর করা হয়েছে চেয়ার ও গাড়ি। হাসপাতালে ঢুকে ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জখম হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও।

বুধবার রাতে যখন আর জি কর হাসপাতালের সামনে থেকে রাত দখলের কর্মসূচি শুরু হয় অভিযোগ, তার পরেই আচমকা একদল দুষ্কৃতী পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢোকে। হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হাসপাতালের সামনে প্রতিবাদীদের মঞ্চও ভেঙে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বহিরাগতদের হাতে লাঠি, রড ছিল। তারা পাথর ছুড়ে একাধিক ওয়ার্ডের কাচ ভাঙে। দুষ্কৃতীদের হামলা থেকে বাদ যায়নি পুলিশের গাড়িও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। নামানো হয়েছে র‌্যাফ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। হাসপাতালে পৌঁছছেন কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল।

আরও পড়ুন- ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে স্বাধীনতার শুভনন্দন মুখ্যমন্ত্রীর

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version