Sunday, August 24, 2025

মধ্যরাতে R G Kar-এ দুষ্কৃতী তাণ্ডব: গর্জে উঠলেন অভিষেক, দোষীদের শাস্তির দাবি

Date:

মধ্যরাতে কলকাতা তথা রাজ্যজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যেই আর জি করেই বুধবার রাতে উত্তেজনা ছড়ায়। বহিরাগতরা হাসপাতালে ভিতরে ঢুকে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার তীব্র নিন্দা করে রাত পৌনে ২টো নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশকে (Kolkata Police) কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন অভিষেক।নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন,
“আজ রাতে আর জি কর-এ গুন্ডামি ও ভাঙচুর সব সহ্যে সীমা পার করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি। আজকের হামলার জন্য দায়ী প্রত্যেককে শনাক্ত করা, ২৪ ঘণ্টার মধ্যে তাদের রাজনৈতিক রং না দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার করার কথা বলেছি। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য ও ন্যায়সংগত। সরকারের কাছ থেকে এই ন্যূনতম আশা তাঁরা করতেই পারেন। তাঁদের নিরাপত্তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।”

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে আগেও গর্জে উঠেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন। এমনকী এই ধরনের ঘটনায় আইন পরিবর্তন করে এনকাউন্টারেরও দাবি জানান তিনি। এদিন হাসপাতালে ভাঙচুরের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।







Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version