Thursday, August 21, 2025

আর জি করে গুণ্ডামির দায় ‘গুজবে’র, মধ্যরাতে পরিস্থিতি সামলে দাবি সিপির

Date:

কলকাতা পুলিশ প্রথম থেকে নিজেদের কর্তব্যে অবিচল। তার পরেও একের পর এক গুজব। তার জেরেই স্বাধীনতা দিবসের রাতে তছনছ আর জি কর মেডিক্যাল কলেজ। মধ্যরাতে পুলিশের উপর হামলা রুখে দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের।

রাত ১.৫০-এ আর জি করের সামনে পৌঁছান পুলিশ কমিশনার। মাথায় হেলমেট পরে দুষ্কৃতীদের দিকে একবার, আন্দোলন করতে আসা মানুষের দিকে একবার তেড়ে যান তিনি। ভাঙচুর হওয়া আর জি করের ভিতরে ঢুকে পরিস্থিতি বুঝে নেন। গোটা পরিস্থিতি দেখে কার্যত মেজাজ হারান নগরপাল।

শেষ পর্যন্ত তিনি দাবি করেন, গোটা পরিস্থিতির জন্য দায়ী সংবাদ মাধ্যম। মিথ্যে গুজব ছড়ামোর কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাঁর দাবি, কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথেই এগোচ্ছিল। পুলিশ আন্দোলনকারী ও নির্যাতিতার পরিবারের সব দাবিই মেনে নিয়েছিল।

কার্যত হাইকোর্ট এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ক্ষোভ সংবাদ মাধ্যমের উপর উগরে দেন নগরপাল। তিনি বলেন, পুলিশ মূল দোষীকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরার প্রক্রিয়াও চলছিল। সিবিআই এই তদন্তভার নেওয়ার পরে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন। তারপরেও এক দরিদ্র পরিবারের ছাত্রের নাম নিয়ে গুজব ছড়ায়। হাসপাতালের মধ্যে ইচ্ছাকৃত তথ্য প্রমাণ নষ্টের গুজব ছড়ানোয় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়।

তবে পুলিশ কমিশনার ঘটনাস্থলে পৌঁছানোর পরেই আর জি করের সামনের পরিস্থিতি আয়ত্তে চলে আসে পুলিশের। দুষ্কৃতীদের এলাকাছাড়া করার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীদেরও সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে। মাত্র আধঘণ্টায় নিয়ন্ত্রণ হয় পরিস্থিতি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version