Thursday, August 21, 2025

স্বাধীনতার মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব চালানো হল হাসপাতালের জরুরি বিভাগে। তছনছ বাইরের চত্বর। দুষ্কৃতীদের হামলায় এমারজেন্সির টিকিট কাউন্টার, এইচসিসিইউ (Hybrid critical care unit), সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গুরুতর জখম হন ডিসি নর্থ(DC North), তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাতেই হাসপাতালে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Police)। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের অনেকেই রাতের মিছিলে ছিলেন। সেখান থেকেই তাঁরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছিলেন। শুধু তাই নয় আরজি করের ঘটনায় ‘বিচার চাই’ বলেও স্লোগান দিতে শোনা গিয়েছিল তাঁদের। হামলাকারীদের অনেকের গায়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিশার্টও ছিল।প্রায় ২ ঘণ্টা ধরে রাজ্যের গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে চলে তাণ্ডব। প্রাণ বাঁচাতে শৌচালয়ে লুকিয়ে পড়েন চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দেখা গেল, শুধু ভাঙচুর নয় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরজি করের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, নামানো হয় র‌্যাফ । হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সিপি বিনীত গোয়েল (Vineet Goyal)বলেন, তরুণী চিকিৎসক খুলে পুলিশের তদন্ত নিয়ে যেভাবে মিথ্যে ‘গুজব’ ছড়ানো হয়েছে তার জেরেই এত কাণ্ড। প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন ডিসি নর্থ। ভুল প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) সম্মানহানি হচ্ছে বলেও মন্তব্য করেন সিপি।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version