আরজি করে প্রতিবাদী ছাত্রদের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও বলেছেন তিনি

আরজি করে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন তিনি। তাদের বিচারের আশ্বাস দিলেন ।‌দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও মিলল তার বক্তব্যে।

রাজ্যপাল পড়ুয়া চিকিৎসকদের বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা বিচার পাবেন। আমরা সকলে রয়েছি আপনাদের সঙ্গে।
বিগত কয়েক দিনে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আনন্দ বোস বলেন, ‘আপাতত পরিস্থিতি খতিয়ে দেখতে দিন। এর পর আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের মতামত নিয়েই যাবতীয় পদক্ষেপ করব আমরা। এরপরই ইমার্জেন্সি বিল্ডিংয়ে যান তিনি।

বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে ‘রাত দখলের’ কর্মসূচি শুরু হয়। ঠিক তার পর পরই একদল উন্মত্ত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকে। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কয়েক জন পুলিশকর্মী জখমও হয়েছেন হামলাকারীদের ছোড়া ইটে।

Â