Monday, November 3, 2025

আর জি কর-কাণ্ডের ছায়া, ডবল ইঞ্জিন রাজ্যে নার্সকে ধর্ষণ করে খুন! অশান্ত দেবভূমি

Date:

আর জি করে (R G Kar) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। ইতিমধ্যে কর্মবিরতির পথে হেঁটে চিকিৎসা ব্যবস্থা রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনায় নোংরা রাজনীতির রং লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাম-বাম নেতা কর্মীরা। এমন আবহে এবার দেবভূমি অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার পরিচালিত উত্তরাখণ্ডে (Uttarakhand) এক নার্সকে (Nurse) ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে মুখ পুড়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উত্তরাখণ্ডে নির্যাতিতার বয়স ৩৩ বছর। উত্তরাখণ্ডের নৈনিতালে এক বেসরকারি হাসপাতাল কাজ করতেন তিনি। তবে ঘটনাটি সপ্তাহ দুয়েক আগের। সপ্তাহ দুয়েক আগে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে উত্তরপ্রদেশের রামপুর জেলার একটি ফাঁকা জমিতে তাঁর দেহ পাওয়া যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে ১৪ আগস্ট গ্রেফতার করেছে পুষ্কর সিং ধামির পুলিশ।

মৃত ওই মহিলা উত্তরাখণ্ডের নৈনিতালে এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বাড়িতে রয়েছে ১১ বছরের ছোট মেয়ে। গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপরই ৩১ জুলাই পরিবারের তরফে রুদ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নেমে এক সপ্তাহেরও বেশি সময় পর একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হয় ওই নার্সের দেহ। পরিবারের অভিযোগ, ওই নার্সকে ধর্ষণ করা হয়েছে এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এমনকি তার পর মহিলার কাছে টাকাপয়সা, গয়না যা ছিল, তা-ও লুট করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপর মৃতার চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই রাজস্থানের জোধপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তি যোগীরাজ্য উত্তরপ্রদেশে শ্রমিকের কাজ করতেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ধৃত জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন। ধৃতের দাবি, ছিনতাইয়ের জন্য তিনি প্রথমে ওই নার্সের উপর হামলা করেছিলেন। পরে তাঁকে ধর্ষণ করেন এবং শ্বাসরোধ করে খুন করেন। এর পর মৃতার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version