Sunday, November 9, 2025

পুজোর আগেই কাশ্মীর-সহ একাধিক রাজ্যে নির্বাচন, শুক্রেই দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা

Date:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিরোধীদের কাছে কোণঠাসা হওয়ার পর এবার ৪ রাজ্যের বিধানসভার দিকে নজর মোদি সরকারের (Modi Govt)। সূত্রের খবর, আগামী ৫ মাসের মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ড বিধানসভার (Assembly) মেয়াদ শেষ হচ্ছে। আর সে কথা মাথায় রেখেই এবার নির্বাচনের তোড়জোড় শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজই মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিধানসভার দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আগামী সেপ্টেম্বরের মধ্যে ভূস্বর্গে বিধানসভা নির্বাচন করাতেই হবে। চলতি মাসের শুরুর দিকেই অশান্ত ভূস্বর্গে গিয়ে সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে এসেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে শুক্রবার জম্মু ও কাশ্মীর-সহ মোট ৪ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়া মানে আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই হতে পারে ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন।

সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৬ নম্বর। অন্যদিকে আগামী বছরের জানুয়ারি মাসেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভারও। ফলে জম্মু ও কাশ্মীরের সঙ্গেই বাকি ৩ রাজ্যে বিধানসভা ভোট সারতে উঠেপড়ে লাগল বিজেপি। তবে সূত্রের খবর, শুধু এই রাজ্যের নির্বাচন নয়, পশ্চিমবঙ্গ বিধানসভার ৬ আসনে উপনির্বাচনের দিনক্ষণও এদিন কমিশন ঘোষণা করতে পারে বলে খবর।

 

তবে ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র হোক বা হরিয়ানা, জম্মু ও কাশ্মীর হোক কিংবা ঝাড়খণ্ড সব জায়গাতেই বিজেপিকে টেক্কা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। সেকারণেই লোকসভা ভোটের ফলাফল সামনে আসতেই বেকায়দায় মোদি সরকার। মহারাষ্ট্রে বিজেপি ও একনাথ শিন্ডের জোটকে পরাস্ত করেছে কংগ্রেস, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের জোট। হরিয়ানাতেও লোকসভা ভোটে বিজেপি আগের তুলনায় পাঁচটি আসন হারিয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মুক্তির পর বিজেপি শিবিরে যে চিন্তা বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version