Monday, November 10, 2025

ওয়ানড়ের ভূমিধসে ৩৫ জনের প্রাণ বাঁচিয়ে সাহসিকতার পুরস্কার নার্স সাবিনাকে

Date:

কয়েক সপ্তাহ আগে ভয়াবহ ভূমিধসে পড়েছিল কেরলের ওয়ানড়। ধ্বংস হয়ে গিয়েছে প্রায় চারটি গ্রাম। কাদার নিচে বেঘোরে প্রাণ গিয়েছে চারশোর বেশি মানুষ। সেই সময়ে পাশে দাঁড়ান সাবিনা নামে তামিলনাড়ুর এক নার্স। সাধারণ মানুষ থেকে রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। উদ্ধারকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেন। দুর্গম আবহাওয়াতে সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে লেগে যান। সাবিনার সাহসিকতার জন্য তাঁকে কল্পনা চাওলা অ্যাওয়ার্ডে দিয়েছে তামিলনাড়ু।বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের দিন বিশেষ অনুষ্ঠানে সাহসিকতার জন্য সাবিনাকে সম্মানিত করা হয়। তাকে কল্পনা চাওলা অ্যাওয়ার্ড তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধস নামে ওয়ানাড়ের পাহাড়ি এলাকায়। ধ্বংসস্তুপে পরিণত হয় চুরামালা ও মুন্ডাক্কাই গ্রাম-সহ বিস্তীর্ণ এলাকা।উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দেশের তিন সেনা। কার্যত রাতারাতি দুই গ্রামে উদ্ধারকাজ শুরু করা হয়। অসহায় মানুষদের সাহায্য করতে ছুটে আসেন তামিলনাড়ুর নীলগিরি জেলার নার্স সাবিনা। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে সাহায্য করেন। তার চিকিৎসার দৌলতে প্রাণে বাঁচেন কমপক্ষে ৩৫ জন। ওই ভয়াবহ পরিস্তিতিতে মানুষের প্রাণ বাঁচাতে পেরে খুশি সাবিনাও। তিনি জানিয়েছেন, গত তিন বছর ধরে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। ভূমিধসের কাছেই তিনি ছিলেন। তাই কোনও কিছু না ভেবে মানুষের সাহায্যের জন্য ছুটে যান। তাকে সম্মানিত করতে পেরে খুশি তামিলনাড়ু প্রশাসনও।

আরও পড়ুন- মহিলা ঘটিত গুরুতর অভিযোগ, সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরাল সিপিএম

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version