Sunday, August 24, 2025

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের জের, আজ সকাল ছটা থেকে কর্ম বিরতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। দেশ জুড়ে ডাক্তারদের ‘সিজ ওয়ার্কে’ চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা। আইএমএ (IMA)জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ । যার ফলে ইলেকটিভ সার্জারি হবে না, বন্ধ আউটডোর পরিষেবাও।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার বিভিন্ন হাসপাতালে পিজিটি, ইন্টার্ন এবং জুনিয়র চিকিৎসকরা। এক সপ্তাহ ধরে আরজি করে কর্মবিরতিতে ডাক্তারি পড়ুয়ারা(Doctors Strike)। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। চিকিৎসকদের এহেন আচরণকে ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, যখন পড়ুয়াদের দাবি মেনে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে তাহলে এখনও কেন আন্দোলনের নামে নিজেদের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে আছেন চিকিৎসকরা? নির্যাতিতার বিচারের দাবি তোলার পাশাপাশি যাঁরা অসুস্থ তাদের খেয়াল রাখাটা ডাক্তারদের কর্তব্যের মধ্যে পড়ে না কি? রোগীর আত্মীয়দের অনেকেই বলছেন, যেভাবে ডাক্তাররা নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে সরব হচ্ছেন, এই একই ধরনের নিরাপত্তা বা সুরক্ষার দাবি তুলে যদি পুলিশ কিংবা দেশের সেনা কাজ বন্ধ করে দেয় তখন কী হবে? চিকিৎসকরা এই ধরনের বক্তব্যকে আমল দিতে নারাজ। আরজি করের পাশে সর্বভারতীয় ডাক্তারি সংগঠন। IMA জানিয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া এই ২৪ ঘণ্টায় অন্য সব পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা।


Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version