আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের জের, আজ সকাল ছটা থেকে কর্ম বিরতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। দেশ জুড়ে ডাক্তারদের ‘সিজ ওয়ার্কে’ চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা। আইএমএ (IMA)জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ । যার ফলে ইলেকটিভ সার্জারি হবে না, বন্ধ আউটডোর পরিষেবাও।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার বিভিন্ন হাসপাতালে পিজিটি, ইন্টার্ন এবং জুনিয়র চিকিৎসকরা। এক সপ্তাহ ধরে আরজি করে কর্মবিরতিতে ডাক্তারি পড়ুয়ারা(Doctors Strike)। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। চিকিৎসকদের এহেন আচরণকে ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, যখন পড়ুয়াদের দাবি মেনে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে তাহলে এখনও কেন আন্দোলনের নামে নিজেদের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে আছেন চিকিৎসকরা? নির্যাতিতার বিচারের দাবি তোলার পাশাপাশি যাঁরা অসুস্থ তাদের খেয়াল রাখাটা ডাক্তারদের কর্তব্যের মধ্যে পড়ে না কি? রোগীর আত্মীয়দের অনেকেই বলছেন, যেভাবে ডাক্তাররা নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে সরব হচ্ছেন, এই একই ধরনের নিরাপত্তা বা সুরক্ষার দাবি তুলে যদি পুলিশ কিংবা দেশের সেনা কাজ বন্ধ করে দেয় তখন কী হবে? চিকিৎসকরা এই ধরনের বক্তব্যকে আমল দিতে নারাজ। আরজি করের পাশে সর্বভারতীয় ডাক্তারি সংগঠন। IMA জানিয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া এই ২৪ ঘণ্টায় অন্য সব পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা।