Monday, August 25, 2025

আর জি করে তাণ্ডবে ২১ দিনের দুধের শিশুর অক্সিজেন নল খুলে দিয়েছিল দুষ্কৃতীরা

Date:

মেয়েদের রাতের দখলের দিনে একদল দুষ্কৃতী ব্যাপক তাণ্ডব চালায় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)। হামলা থেকে ভাঙচুর, পুলিশকে আক্রমণ, বাদ ছিল না কিছুই। হামলাকারীদের হাত থেকে রক্ষা মেলেনি রোগী ও তাঁদের পরিজনদেরও। আক্রান্ত সংবাদ মাধ্যমও। তারই বর্ণনা দিয়ে গিয়ে এখনও ট্রমায় রয়েছেন এক সদ্যজাতের মা। ২১ দিনের অসুস্থ সন্তানকে বুকে আঁকড়ে ভয়ে কাঁপছেন মা।

তাঁর কথা অনুসারে, এক দুষ্কৃতী এসে জানিয়ে যায়, শিশুদেরও রেয়াত করা হবে না বলে ওইটুকু দুধের শিশুর নাক থেকে খুলে দিল নলটা। এরপর আর জি করে (RG Kar Hospital) থাকতে আর ভরসা পাননি মা। রাজ্যের প্রথম সারির হাসপাতালে ছেড়ে ভর্তি হলেন হাবড়ায় রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে শিশুটিকে। চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির বিপদ পুরোপুরি কাটেনি।

আর জি কর হাসপাতালেই সন্তান প্রসব করেছিলেন হাবড়ার এক গৃহবধূ। সদ্যোজাতের শরীরের ওজন অনেকটাই কম হয়। সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। পরিস্থিতি সঙ্কটজনক। হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এরপর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর পরিস্থিতি জটিল হতে থাকে। কর্মবিরতি শুরু হয়। তখনও সন্তানকে নিয়ে আর জি করেই থাকছিলেন মা। বুধবার হাসপাতালে হামলার পর তৈরি হয় ভয়াবহ আতঙ্ক। ওই রাতে হাসপাতালের বাইরে ছিলেন শিশুটির বাবা। চোখের সামনে তাণ্ডব চলতে দেখলেন তিনি। আর দুষ্কৃতীদের সামনে অসুস্থ ২১ দিনের সন্তানকে নিয়ে ওয়ার্ডে বসে ঠকঠক করে কাঁপছিলেন অসহায় মা। যেভাবে তাণ্ডব চলেছে হাসপাতালে অনান্য রোগীদেরও ভয় ধরেছে মনে।

আরও পড়ুন:আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version