Wednesday, November 5, 2025

কলকাতা পুলিশের সল্টলেক ব্যারাকে আচমকা হাজির সিবিআই! কেন জানেন?

Date:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের “ঠিকানা” ছিল কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছে সিবিআই। এ বার কলকাতা পুলিশের সেই ব্যারাকে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্যই সল্টলেকের ওই ব্যারাকে গিয়েছ সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত গ্রেফতারির হওয়া সঞ্জয় রায় কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হওয়ায় সূত্রেই ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে নিয়মিত যাতায়াত করত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যারাক থেকে কলকাতা পুলিশই তাকে প্রথম গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আবার জানা গিয়েছে, ঘটনার পরে ফোর্থ ব্যাটেলিয়নে যাওয়ার পর অভিযুক্তকে সেখানকার এক কর্মী আর জি করের ঘটনার কথা জানিয়েছিলেন। তা শুনে সঞ্জয় বলেছিল, ‘‘আচ্ছা, খোঁজ নিয়ে দেখছি।’’

শনিবার সকালে সিবিআইয়ের একটি দল সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যায়। সেখান থেকে তথ্য সংগ্রহ করার কাজ চলছে। ঘটনার পরে অভিযুক্ত যখন ফোর্থ ব্যাটেলিয়নে পৌঁছয়, তখন তার আচরণ কেমন ছিল, সে মত্ত অবস্থায় ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নজরে ৩০ সহকর্মী, আর জি করে নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়েই তৎপর CBI

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version