Friday, November 7, 2025

নজরে ৩০ সহকর্মী, আর জি করে নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়েই তৎপর CBI

Date:

সময় যত গড়াচ্ছে আর জি কর (R G Kar) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) চাঞ্চল্যকর অভিযোগ মৃত পড়ুয়া ডাক্তারের পরিবারের। গত বুধবারই শহরে এসে আর জি কর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারীরা। এবার সিবিআইয়ের কাছে বিস্ফোরক অভিযোগ পরিবারের। সূত্রের খবর, মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় সহকর্মীরাও (Colleague) জড়িতে থাকতে পারে বলে মনে করছেন বাবা-মা। ইতিমধ্যে হাসপাতালের কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নাম তাঁরা সিবিআইকে জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই তরুণীকে ধর্ষণ করে খুনের পিছনে একজন নয় বরং একাধিক ব্যক্তি জড়িত আছে বলেই মত পরিবারের। এমন মর্মান্তিক ঘটনায় একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি নির্যাতিতার সঙ্গে কাজ করতেন এমন ৩০ জনের নামও তদন্তকারীদের জানানো হয়েছে বলে খবর। সেই পড়ুয়া ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। শুক্রবারও আর জি করের বেশ কয়েকজন ডাক্তার পড়ুয়াকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এর আগেও কয়েকজন চিকিৎসককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীও।

 

সিবিআই সূত্রে খবর, মৃত ডাক্তার পড়ুয়ার বাবা-মা যাদের নাম সামনে এনেছেন আগে তাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি পুলিশেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার চিন্তাভাবনা ও করছে সিবিআই আধিকারিকরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version