NCRB রিপোর্ট: অন্যতম নিরাপদ মেট্রো শহর কলকাতা, বাংলায় অপরাধের হার সবচেয়ে কম

বাংলায় একটা ঘটনা ঘটলেই সেটা নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে বিরোধীরা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। অথচ কেন্দ্রেরই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) রিপোর্ট বলছে, বিজেপিশাসিত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অপরাধের হার সবচেয়ে কম। পাশাপাশি, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ তিনটি মেট্রো শহরের মধ্যে অন্যতম কলকাতা। মহানগরে অপরাধের আরো সবচেয়ে কম।

বাংলা নিয়ে বিরোধীদের অভিযোগ নেহাতই অপপ্রচার তা দেখিয়ে দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, দেশে অপরাধমূলক ঘটনার শীর্ষে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। বাংলার স্থান সবচেয়ে নীচে। অর্থাৎ, বাংলাতে শাস্তিযোগ্য অপরাধের সংখ্যা সবচেয়ে কম। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকার প্রথম ৭টি স্থানেই রয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলি। প্রথম স্থানে উত্তরপ্রদেশ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রাজস্থান এবং ছত্তিশগড়। এরপরে রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হরিয়ানা। সব শেষে বাংলা। মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ ৩টি শহরের অন্যতম কলকাতা। দেশের সমস্ত মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম। কেন্দ্রের দেওয়া তথ্যেই উঠে এসেছে এই বাস্তব চিত্র।

বাংলার যে বিজেপি নেতারা কথায় কথায় গেল গেল রব তোলেন, কেন্দ্রের এই তথ্য থেকে তাঁরা এবার শিক্ষা নেবেন কি? ডবল ইঞ্জিন রাজ্যগুলির বিজেপিনেতার কী উত্তর দেন সেটাই দেখার।

আরও পড়ুন- প্রকাশিত সদস্যদের নামের তালিকা, সংসদীয় কমিটিতে তৃণমূলের ৫ সাংসদ