Monday, November 3, 2025

আর জি কর-কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের! চরম ভোগান্তি রোগীদের

Date:

কলকাতার আর জি কর (R G Kar) কাণ্ডের জেরে শনিবার সকাল ছটা থেকে কর্মবিরতি শুরু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association)। দেশজুড়ে ডাক্তারদের এমন সিদ্ধান্তে চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আইএমএ সাফ জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আর তাতেই বেজায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদের। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ডাক্তারদের লাগাতার এমন সিদ্ধান্তে একাধিক রোগীমৃত্যুও হয়েছে বলে খবর।

তবে এদিন শুধু বেসরকারি হাসপাতালই নয়, সরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরিষেবা থমকে গিয়েছে বলে খবর। এদিন সারা দেশে ৪ লক্ষ চিকিৎসক এদিন কর্মবিরতি পালন করছেন বলে আইএমএ সূত্রে খবর। তবে এদিন দেশজুড়ে আপৎকালীন পরিষেবা ছাড়া আর সমস্তরকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর। তবে আউটডোর বন্ধ থাকায় এদিন জরুরি বিভাগে বাড়ছে রোগীদের সংখ্যা। স্বাভাবিকভাবেই জরুরি বিভাগে বাড়ছে চাপ।

শুক্রবার সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে একটি মেমো পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসক কিংবা কোনও স্বাস্থ্য কর্মীর উপর হামলা কিংবা হিংসার খবর পাওয়া গেলে ছয় ঘণ্টার মধ্যে তা নিয়ে এফআইআর দায়ের করতে হবে কর্তপক্ষকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে আর জি কর মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে আর জি করের নির্যাতিতার সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। কিন্তু এভাবে লাগাতার চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটলে আগামীদিনে বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version