Sunday, November 9, 2025

বিশ্বভারতীতে শারীরিক নির্যাতন গবেষণা ছাত্রীকে, আদালতের নোটিশ

Date:

আগেও একাধিক অধ্যাপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হয়রান হতে হয়েছে বিশ্বভারতীর ছাত্রীদের। হয়রান হয়েছেন ছাত্ররাও। এবার গবেষণায় শারীরিক ও মানসিক বাধা পেয়ে অধ্যাপকের বিরুদ্ধে আদালতে যেতে হল গবেষণার ছাত্রীকে। তারপরেও কোনও বিচার পাননি ছাত্রী। শেষে অনশন শুরু করার পরে ছাত্রীর অভিযোগ নিয়ে তৎপর হল বিশ্বভারতী।

নৃতত্ত্ব বিভাগের গবেষণা পডু়য়া এক ছাত্রীর অভিযোগ অধ্যাপক কয়েক বছর ধরে গবেষণাপত্র আটকে রেখেছেন। অধ্য়াপকের ‘কথা না শোনায়’ শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। এমনকি ফেলোশিপের ১ লক্ষ ৩০ হাজার টাকাও আটকে রাখেন ওই অধ্যাপক। বিশ্বভারতী কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ। ২০১৮ সাল থেকে গবেষণা শুরু করা ওই ছাত্রীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হচ্ছে ১৯ অগাস্ট, ২০২৪। এই দিন পেরিয়ে গেলে তাঁর ছয় বছরের পরিশ্রম পুরোটাই জলে যাবে।

এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাঁর আর উপায় ছিল না। বিশ্বভারতী কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার আগে প্রিসাবমিশন রিপোর্ট অভিযুক্ত অধ্যাপকের থেকে নিতে বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি। আদালত থেকেও বিশ্বভারতীকে নোটিশ জারি করা হয়। তারপরেও নীরব থাকে বিশ্বভারতী।

শেষ পর্যন্ত শুক্রবার উপাচার্যের দফতরের বাইরে অনশনে বসেন ওই গবেষক ছাত্রী। এরপর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ডেকে পাঠান ছাত্রীকে। বিশ্বভারতীর পক্ষ থেকে তাঁর গবেষণায় বাধা যাতে না আসে তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন। সেখানেই বিশ্বভারতীর পড়ুয়াদের প্রশ্ন, বারবার ছাত্র-ছাত্রীরা হেনস্থা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয় না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে। আদালতের নোটিশ ছাড়া কোনও বিচারই হয় না বিশ্বভারতীতে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version