Tuesday, November 11, 2025

বিশ্বভারতীতে শারীরিক নির্যাতন গবেষণা ছাত্রীকে, আদালতের নোটিশ

Date:

আগেও একাধিক অধ্যাপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হয়রান হতে হয়েছে বিশ্বভারতীর ছাত্রীদের। হয়রান হয়েছেন ছাত্ররাও। এবার গবেষণায় শারীরিক ও মানসিক বাধা পেয়ে অধ্যাপকের বিরুদ্ধে আদালতে যেতে হল গবেষণার ছাত্রীকে। তারপরেও কোনও বিচার পাননি ছাত্রী। শেষে অনশন শুরু করার পরে ছাত্রীর অভিযোগ নিয়ে তৎপর হল বিশ্বভারতী।

নৃতত্ত্ব বিভাগের গবেষণা পডু়য়া এক ছাত্রীর অভিযোগ অধ্যাপক কয়েক বছর ধরে গবেষণাপত্র আটকে রেখেছেন। অধ্য়াপকের ‘কথা না শোনায়’ শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। এমনকি ফেলোশিপের ১ লক্ষ ৩০ হাজার টাকাও আটকে রাখেন ওই অধ্যাপক। বিশ্বভারতী কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ। ২০১৮ সাল থেকে গবেষণা শুরু করা ওই ছাত্রীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হচ্ছে ১৯ অগাস্ট, ২০২৪। এই দিন পেরিয়ে গেলে তাঁর ছয় বছরের পরিশ্রম পুরোটাই জলে যাবে।

এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাঁর আর উপায় ছিল না। বিশ্বভারতী কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার আগে প্রিসাবমিশন রিপোর্ট অভিযুক্ত অধ্যাপকের থেকে নিতে বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি। আদালত থেকেও বিশ্বভারতীকে নোটিশ জারি করা হয়। তারপরেও নীরব থাকে বিশ্বভারতী।

শেষ পর্যন্ত শুক্রবার উপাচার্যের দফতরের বাইরে অনশনে বসেন ওই গবেষক ছাত্রী। এরপর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ডেকে পাঠান ছাত্রীকে। বিশ্বভারতীর পক্ষ থেকে তাঁর গবেষণায় বাধা যাতে না আসে তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন। সেখানেই বিশ্বভারতীর পড়ুয়াদের প্রশ্ন, বারবার ছাত্র-ছাত্রীরা হেনস্থা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয় না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে। আদালতের নোটিশ ছাড়া কোনও বিচারই হয় না বিশ্বভারতীতে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version