নির্দিষ্ট তথ্য পেয়ে সতর্কতা নেওয়া হয়েছে রবিবারের ডার্বি নিয়ে। অশান্তির পরিকল্পনা করেছিল কিছু সংগঠন, দাবি বিধান নগর পুলিশ কমিশনারেটের। অতিরিক্ত পুলিশ কমিশনার (বিধাননগর জোন) অনিশ সরকার জানান, ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল।
ফুটবলপ্রেমীদের দলে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোনও আপত্তি নেই। পুলিশের দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত সহ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
এদিন বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত যুবভারতী চত্বরে ১৬৩ জারি করল তারা। রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়াম চত্বরে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের জমায়েতে ‘না’।