Sunday, November 16, 2025

দায়িত্বে CBI,তদন্তে অগ্রগতি কোথায়? ‘সব অভয়ার বিচার’ চেয়ে প্রশ্ন টলিউডের

Date:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডে মহিলা ডাক্তারের ধর্ষণ- খুন প্রশ্ন তুলে দিয়েছে নারী নিরাপত্তা নিয়ে। প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে পথে প্রতিবাদে নেমেছেন বাংলার মহিলারা। সমর্থনে সব বয়সী পুরুষরাই। রাত দখলের কর্মসূচিতে অংশ নিয়েছে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এমনকি লন্ডনের বাঙালিরাও। সাধারণ মানুষের সঙ্গে এক সুরে বিচারের দাবি তুলেছে টলিউড (Tollywood)। রবিবারের বৃষ্টিভেজা বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির আবীর চট্টোপাধ্যায় (Abir Chattapadhyay),পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee),অঙ্কুশ হাজরা (Ankush Hazra),পাওলি দাম (Paoli Dam), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee)। ‘সব অভয়ার বিচার’ চেয়ে আর জি করের দিকে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা। ‘WeWantJustice’ স্লোগানে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন সেলেবরা।

টলিপাড়ার বিভিন্ন শিল্পীরা জানিয়েছিলেন তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার হবেন তাঁরা। দল-মত-নির্বিশেষে অপরাধীর শাস্তির দাবিতে বারবার সমাজমাধ্যমে সোচ্চার হয়েছেন বাংলা বিনোদন জগতের তারকারা। এদিনের মিছিল থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) জানান, সঠিক বিচার চাইছেন সবাই। কিন্তু সিবিআই এখনও কিছুই করে উঠতে পারেনি। রাজ্য পুলিশ তবু ১২ ঘণ্টার মধ্যে একজনকে ধরেছিল। কিন্তু তদন্ত ভার নেওয়ার ৫-৬ দিন পরেও কেন্দ্রের গোয়েন্দারা একজনকেও গ্রেফতার করতে পারেননি। অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)বলছেন তদন্ত যেভাবে ধীর গতিতে এগোচ্ছে তাতে বিচার পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। এদিন টলিউডের ‘একেন বাবু’ বলেন নতুন সরকারি নির্দেশে মহিলাদের রাতে কম ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই কথা সমর্থন করেন না। শাশ্বত, রাহুলরা বলেন শুধু রাত নয় প্রত্যেকটা মুহূর্ত নারীদের জন্য সুরক্ষিত হোক এটাই দাবি। পরিচালক অরিন্দম শীল বলেন এই প্রতিবাদ শুধু এই শহর বা রাজ্যের জন্য নয়। গোটা দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version