Tuesday, August 12, 2025

ফের একই লাইনে দুটি ট্রেন! NJP-র কাছে গার্ডের তৎপরতায় অল্পের জন্য রক্ষা

Date:

বারবার দুর্ঘটনা। কখনও অল্পের জন্য রক্ষা। অথচ রেল পরিষেবা নিয়ে চূড়ান্ত উদাসীন কেন্দ্রের মোদি সরকার। গত কয়েক মাসে পর পর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী ট্রেন। এই তালিকায় এবার দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। সোমবার সকালে NJP থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে তেলের ট্যাংকারের পিছনে এসে যায় রাজধানী। গার্ডের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।এদিন সকালে তেলের ট্যাংকারের পিছনে একই লাইনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। বিষয়টি নজরে আসে তেলের ট্যাংকারের গার্ডের। তাঁর তৎপরতায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাজধানী। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, “হঠাৎবিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন (Train) থেমে যায়। একই লাইনেই দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।“

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা। তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কিন্তু বারবার একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার দুর্ঘটনাতেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেলদোল নেই। কেন্দ্রীয় বাজেটেও রেল সুরক্ষা নিয়ে ন্যূনতম বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের সমালোচনা মুখে কেন্দ্রীয় সরকার।






Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version