Sunday, May 4, 2025

বারবার দুর্ঘটনা। কখনও অল্পের জন্য রক্ষা। অথচ রেল পরিষেবা নিয়ে চূড়ান্ত উদাসীন কেন্দ্রের মোদি সরকার। গত কয়েক মাসে পর পর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী ট্রেন। এই তালিকায় এবার দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। সোমবার সকালে NJP থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে তেলের ট্যাংকারের পিছনে এসে যায় রাজধানী। গার্ডের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।এদিন সকালে তেলের ট্যাংকারের পিছনে একই লাইনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। বিষয়টি নজরে আসে তেলের ট্যাংকারের গার্ডের। তাঁর তৎপরতায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাজধানী। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, “হঠাৎবিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন (Train) থেমে যায়। একই লাইনেই দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।“

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা। তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কিন্তু বারবার একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার দুর্ঘটনাতেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেলদোল নেই। কেন্দ্রীয় বাজেটেও রেল সুরক্ষা নিয়ে ন্যূনতম বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের সমালোচনা মুখে কেন্দ্রীয় সরকার।






Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version