Thursday, November 6, 2025

R G Kar: রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করল CPIM

Date:

Share post:

ভোট বাক্সে শূন্য। এখন নারকীয় ঘটনা নিয়ে হুজুগ তুলে রাজনীতির চেষ্টায় বামেরা। এবার রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করে দিল সিআইপিএম (CPIM)। ২৩-২৫ অগাস্ট নদিয়ার কল্যাণীতে ওই অধিবেশনের কর্মসূচি ছিল। কিন্তু আলিমুদ্দিনের তরফে জানানো হয়েছে, আর জি কর-কাণ্ড ও তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে সেটা স্থগিত করা হয়েছে। তবে, সূচি মেনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattachariya) স্মরণসভা অনুষ্ঠিত হবে।লোকসভা ভোটে ভরাডুবি এবং সম্মেলন নিয়ে নির্দেশিকা তৈরি করতেই তিন দিনের বর্ধিত অধিবেশন করতে চেয়েছিল সিপিআইএম (CPIM)। এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএমের পার্টি কংগ্রেস। সেই অনুযায়ী রাজ্য ও জেলা সম্মেলনগুলির নির্ঘণ্ট তৈরি করতে হবে রাজ্য কমিটিকে। সেই কারণেই বর্ধিত অধিবেশন ডাকা হয়। তবে পরিস্থিতির কারণে তা স্থগিত করে দিয়েছে আলিমুদ্দিন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) জানান, “মানুষ আন্দোলনে রাস্তায়। এই সময়ে আমরা কখনওই ঘরে ঢুকে থাকতে পারি না। যে মানুষ আক্রান্ত হচ্ছেন, মামলায় জর্জরিত হচ্ছেন, তাঁদের সহায়তার পাশাপাশি আন্দোলনের রাস্তাতেও ছাত্র-যুব-মহিলারা রয়েছেন। পরিস্থিতির কথা বিবেচনা করেই কল্যাণীর কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।“ তবে ২২ অগাস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। দয়ীয় সূত্রে খবর, নদিয়ায় বর্ধিত অধিবেশন না হলেও এক দিন অল্প সময়ের জন্য রাজ্য কমিটির বৈঠক হতে পারে।

আর জি করের ঘটনায় তদন্তভার নেওয়ার সাতদিন পরেও বিন্দুমাত্র অগ্রগতি দেখাতে পারেনি সিবিআই। সেই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কীভাবে চাপ বাড়ানো যায়, অথবা গুজব ও ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ করা যায়- সেই নিয়ে কোনও আলোচনায় না গিয়ে মানুষের আবেগকে উস্কানি দিয়ে রাজ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করছে বামেরা- অভিযোগ শাসকদলের। তবে, এদিন সেলিমের বক্তব্যে সেই অভিযোগেই পরোক্ষে সমর্থন করা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।






spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...