রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়।এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন।বলা যেতে পারে রাখি বন্ধন উৎসব সম্প্রীতি রক্ষার উৎসব।
বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা ভাইদের রাখি পরান এবং মিষ্টি মুখ করান।প্রতুল মুখোপাধ্যায় বলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে মহিলাদের, বোনেদের রক্ষা করার। মেয়েদের রাতের ডিউটি করতে দেওয়া বন্ধ করার অর্থ মেয়েদের অপমান করা। সৈকত মিত্র বলেন, আজকের এই পবিত্র দিনে ভাই বোনের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক।
প্রসঙ্গত,যুগ যাই হোক না কেন, রাখী বরাবর বন্ধনের কথাই বলেছে। সেই বন্ধন ভাই-বোনের ভালবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখী উৎসবের মাধ্যমে সেই সৌভ্রাতৃত্বের ভাবকেই বাংলার জনগণ মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ।