Sunday, August 24, 2025

রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়।এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন।বলা যেতে পারে রাখি বন্ধন উৎসব সম্প্রীতি রক্ষার উৎসব। কলকাতায় এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দেশ বাঁচাও গণ মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রাকি বন্ধন উৎসবের।পত চলতি বহু মানুষ যেমন হাজির ছিলেন, তেমনি ছিলেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সৈকত মিত্র, পরিচালক হরনাথ চক্রবর্তী, ওমপ্রকাশ মিশ্র, দোলা সেন, সুমন ভট্টাচার্য, সুদেষ্ণা রায়  প্রমুখ বিশিষ্টরা।

বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা ভাইদের রাখি পরান এবং মিষ্টি মুখ করান।প্রতুল মুখোপাধ্যায় বলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে মহিলাদের, বোনেদের রক্ষা করার। মেয়েদের রাতের ডিউটি করতে দেওয়া বন্ধ করার অর্থ মেয়েদের অপমান করা। সৈকত মিত্র বলেন, আজকের এই পবিত্র দিনে ভাই বোনের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক।ওমপ্রকাশ মিশ্র বলেন, দেশ বাঁচাও গণ মঞ্চ আজকের পবিত্র দিনে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায়।সুমন ভট্টাচার্য বলেন, রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ককে রক্ষা করাই নয়, সম্প্রীতি রক্ষার শপথ নেওয়ার দিন।দোলা সেন বলেন, আমরা ভাইদের রাখি পরিয়ে সম্পর্ককে আরও শক্ত ভীতের ওপর দাঁড় করানোর শপথ নেওয়ার দিন।

প্রসঙ্গত,যুগ যাই হোক না কেন, রাখী বরাবর বন্ধনের কথাই বলেছে। সেই বন্ধন ভাই-বোনের ভালবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখী উৎসবের মাধ্যমে সেই  সৌভ্রাতৃত্বের ভাবকেই  বাংলার জনগণ মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version