Sunday, November 9, 2025

গুজব ছড়ানোর অভিযোগে তলব: লালবাজারে কুণাল-সুবর্ণ, সঙ্গে চিকিৎসকদের মিছিল, কটাক্ষ তৃণমূলের

Date:

আরজি কর-কাণ্ডে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে (LalBazar) তলব পেয়ে হাজিরা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) ও সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। তাঁদের সঙ্গে নিয়েই সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকরা মিছিল লালবাজারের কাছে পৌঁছন। তবে, সবাইকে ভিতরে ঢুকতে দেওযা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া দুই চিকিৎসকই শুধু ভিতরে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকেছেন কুণাল এবং সুবর্ণ। গুজব ছড়ালে কেন তলব নয়- এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আর জি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে গর্জে ওঠে চিকিৎসক মহল। এই নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) এই দুই চিকিৎসককে তলব করে কলকাতা পুলিশ। এর পরেই অন্য চিকিৎসকেরা মিছিল করে লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মিছিল শুরু হয়। এদিকে মিছিল আটকাতে লালবাজারে সামনে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিশ। মিছিলে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আইপি এস রূপেশ কুমার ও ইন্দিরা মুখোপাধ্যায়। জানানো হয়, শুধু তলব পাওয়া দুই চিকিৎসকই লালবাজারে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকেন কুণাল এবং সুবর্ণ।

তলব প্রসঙ্গে সুবর্ণ বলেন, “রবিবার কলকাতা সাইবার পুলিশের তরফে চিঠি পাই। নোটিসে রবিবার ৩টের মধ্যে যেতে বলা হয়েছিল, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”

তবে ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?”








Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version