Monday, August 25, 2025

গুজব ছড়ানোর অভিযোগে তলব: লালবাজারে কুণাল-সুবর্ণ, সঙ্গে চিকিৎসকদের মিছিল, কটাক্ষ তৃণমূলের

Date:

আরজি কর-কাণ্ডে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে (LalBazar) তলব পেয়ে হাজিরা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) ও সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। তাঁদের সঙ্গে নিয়েই সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকরা মিছিল লালবাজারের কাছে পৌঁছন। তবে, সবাইকে ভিতরে ঢুকতে দেওযা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া দুই চিকিৎসকই শুধু ভিতরে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকেছেন কুণাল এবং সুবর্ণ। গুজব ছড়ালে কেন তলব নয়- এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আর জি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে গর্জে ওঠে চিকিৎসক মহল। এই নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) এই দুই চিকিৎসককে তলব করে কলকাতা পুলিশ। এর পরেই অন্য চিকিৎসকেরা মিছিল করে লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মিছিল শুরু হয়। এদিকে মিছিল আটকাতে লালবাজারে সামনে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিশ। মিছিলে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আইপি এস রূপেশ কুমার ও ইন্দিরা মুখোপাধ্যায়। জানানো হয়, শুধু তলব পাওয়া দুই চিকিৎসকই লালবাজারে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকেন কুণাল এবং সুবর্ণ।

তলব প্রসঙ্গে সুবর্ণ বলেন, “রবিবার কলকাতা সাইবার পুলিশের তরফে চিঠি পাই। নোটিসে রবিবার ৩টের মধ্যে যেতে বলা হয়েছিল, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”

তবে ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?”








Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version