আরজি কর-কাণ্ডে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে (LalBazar) তলব পেয়ে হাজিরা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) ও সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। তাঁদের সঙ্গে নিয়েই সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকরা মিছিল লালবাজারের কাছে পৌঁছন। তবে, সবাইকে ভিতরে ঢুকতে দেওযা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া দুই চিকিৎসকই শুধু ভিতরে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকেছেন কুণাল এবং সুবর্ণ। গুজব ছড়ালে কেন তলব নয়- এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তলব প্রসঙ্গে সুবর্ণ বলেন, “রবিবার কলকাতা সাইবার পুলিশের তরফে চিঠি পাই। নোটিসে রবিবার ৩টের মধ্যে যেতে বলা হয়েছিল, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”
তবে ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?”
ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না।
বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে।
সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন?
মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে?
নাগরিকসমাজ কী বলেন?— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 19, 2024