Sunday, May 4, 2025

রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়।এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন।বলা যেতে পারে রাখি বন্ধন উৎসব সম্প্রীতি রক্ষার উৎসব। কলকাতায় এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দেশ বাঁচাও গণ মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রাকি বন্ধন উৎসবের।পত চলতি বহু মানুষ যেমন হাজির ছিলেন, তেমনি ছিলেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সৈকত মিত্র, পরিচালক হরনাথ চক্রবর্তী, ওমপ্রকাশ মিশ্র, দোলা সেন, সুমন ভট্টাচার্য, সুদেষ্ণা রায়  প্রমুখ বিশিষ্টরা।

বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা ভাইদের রাখি পরান এবং মিষ্টি মুখ করান।প্রতুল মুখোপাধ্যায় বলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে মহিলাদের, বোনেদের রক্ষা করার। মেয়েদের রাতের ডিউটি করতে দেওয়া বন্ধ করার অর্থ মেয়েদের অপমান করা। সৈকত মিত্র বলেন, আজকের এই পবিত্র দিনে ভাই বোনের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক।ওমপ্রকাশ মিশ্র বলেন, দেশ বাঁচাও গণ মঞ্চ আজকের পবিত্র দিনে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায়।সুমন ভট্টাচার্য বলেন, রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ককে রক্ষা করাই নয়, সম্প্রীতি রক্ষার শপথ নেওয়ার দিন।দোলা সেন বলেন, আমরা ভাইদের রাখি পরিয়ে সম্পর্ককে আরও শক্ত ভীতের ওপর দাঁড় করানোর শপথ নেওয়ার দিন।

প্রসঙ্গত,যুগ যাই হোক না কেন, রাখী বরাবর বন্ধনের কথাই বলেছে। সেই বন্ধন ভাই-বোনের ভালবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখী উৎসবের মাধ্যমে সেই  সৌভ্রাতৃত্বের ভাবকেই  বাংলার জনগণ মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ।

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version