Thursday, August 21, 2025

কর্মবিরতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ  চিকিৎসক

Date:

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকদের একটি বড় অংশ। জুনিয়র চিকিৎসকদের সমর্থন করেছেন সিনিয়ররাও।এই পরিস্থিতিতে সোমবার কর্মবিরতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কুণাল সাহা নামে এক চিকিৎসক। তার যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে কর্মবিরতি করছেন চিকিৎসকরা।ওই চিকিৎসকদের যাতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়, সেই আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে সপ্তাহখানেক ধরে রাজ্যের বিভিন্ন সরকারি চিকিৎসকরা প্রতিবাদে শামিল হয়েছেন। যদিও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শুরু থেকেই দাবি করছেন, হাসপাতালের জরুরি পরিষেবার উপর কোনও প্রভাব পড়ছে না। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা চালু রেখেছেন বলে দাবি।

তবে সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দেওয়ার চেষ্টা করলেও, শুধুমাত্র তাঁদের মাধ্যমে রোগী পরিষেবা কতটা স্বাভাবিক রাখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, সরকারি হাসপাতালগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে। কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে দূরবর্তী জেলা থেকেও রোগী ও তাঁদের পরিজনরা আসেন। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ছবি দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শনিবার ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল। বহির্বিভাগের পরিষেবা ও পূর্বনির্ধারিত সমস্ত অস্ত্রোপচারও বন্ধ ছিল। যার প্রভাব পড়েছিল দেশজুড়ে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেছেন। কেন্দ্রের তরফেও অনুরোধ করা হয়েছে যাতে চিকিৎসকরা কাজে ফেরেন।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version