Wednesday, November 5, 2025

ভারতের পতাকা পায়ে মাড়িয়ে, ছুরিতে ফালাফালা! কানাডায় ইন্ডিয়া ডে-তে খালিস্তানি বর্বরতা

Date:

ভারতের জাতীয় পতাকা কোথাও মাটিতে ফেলে পায়ে মাড়িয়ে দেওয়া হল। কোথাও ছুরি দিয়ে প্রকাশ্যে ফালাফালা করা হল তেরঙ্গা পতাকা। কানাডায় এভাবেই ইন্ডিয়া ডে উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা চালালো খালিস্তানপন্থী আন্দোলনকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা নিল কানাডার পুলিশ। ঘটনায় কানাডায় প্রবাসী ভারতীয়রা কানাডা সরকারের সমালোচনাতেই সরব হয়েছেন।

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস ভারতের পাশাপাশি যে সব দেশে প্রবাসী ভারতীয়রা রয়েছেন, সেই সব দেশেই পালিত হয়েছে। একাধিক দেশে সরকারিভাবে ইন্ডিয়া ডে পালন স্বীকৃতিও পেয়েছে। কানাডায় রাজধানী টরোন্টোয় ইন্ডিয়া ডে পালনের অনুমতি দেয় ট্রুডো সরকার। ভারতের সময় রবিবার রাতে ইন্ডিয়া ডে পালনের সময় বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে খালিস্তানপন্থী দুষ্কৃতীরা। ভারতের পতাকা নিয়ে শোভাযাত্রার সময় তারা দলবেঁধে পাশ থেকে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।

আর একধাপ এগিয়ে দেখা যায়, ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়া হচ্ছে। টরোন্টোতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ছুরি দিয়ে কেটে ফেলা হয় ভারতের জাতীয় পতাকা। স্থানীয় শিখ ধর্মের মানুষরাও এর প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দাবি করেছেন এই ধরনের কার্যকলাপের জন্য ভুগতে হয় কানাডার নিরীহ শিখদের ও হিন্দু ধর্মাবলম্বীদের। চোখের সামনে পতাকার অপমান দেখেও কানাডা প্রশাসনের নীরবতা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয় বলে দাবি তাঁদের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version