প্রয়াত ভারতীয় কোস্ট গার্ডের (Coast Guard) ডিরেক্টর জেনারেল রাকেশ পাল (Rakesh Paul)। সূত্রের খবর, রবিবার হৃদরোগে মৃত্যু হয় তাঁর। গত বছর ১৯ জুলাই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫ তম ডিজি (Direct General)পদের দায়িত্ব নেন রাকেশ।
ইন্ডিয়ান নেভাল একাডেমির ছাত্র ছিলেন। ব্রিটেন থেকে ইলেক্ট্রো অপটিক্স ফায়ার কন্ট্রোল সলিউশন নিয়ে লেখাপড়া। এরপর আইসিজিতে যোগ দেন ১৯৮৯ সালে। গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল।