Monday, May 19, 2025

টলিউডে ফের ভাঙনের ছবি, দেড় যুগের দাম্পত্যে ইতি অনিন্দ্য-মধুজার 

Date:

Share post:

অস্থির পরিস্থিতিতে যখন বাংলার মন খারাপ পথে নেমে প্রতিবাদে টলিউড, ঠিক তখনই বিনোদন জগতে খারাপ খবর। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা, ঋষি কৌশিকের বিস্ফোরক পোস্ট এসব নিয়ে যখন চর্চা, তখনই খবর গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের (Madhuja Banerjee)দাম্পত্য ভাঙছে। রবিবাসরীয় সন্ধ্যায় রবীন্দ্র গানে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানালেন গায়কের স্ত্রী। বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও দুজনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান অনিন্দ্য-পত্নী।

‘চন্দ্রবিন্দু’ গায়ক নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। মধুজা নিজেও শিল্পী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’ অনিন্দ্য-মধুজার এই বিচ্ছেদের অনুরাগীদের মনেও জুড়েছে বিষাদের সুর। চলতি বছরের শুরু থেকে মৃত্যু, বিচ্ছেদ, আর অশান্তির খবরে তোলপাড় রাজ্য থেকে দেশ। আরও এক জুটি ভাঙার খবরে নেট দুনিয়া বলছে, ‘বছরটাই কি বিষাক্ত?’ উত্তর খুঁজছেন সবাই।


spot_img

Related articles

আর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

চাকরিহারাদের আন্দোলনেও সেই আরজি কর স্টাইল। একইরকমভাবে ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করতে ময়দানে...

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে...

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...