Wednesday, August 27, 2025

প্রকাশিত কুণাল ঘোষের অজানা কথার দলিল ‘অব্যক্ত বুদ্ধদেব’

Date:

Share post:

সাংবাদিক-লেখক কুণাল ঘোষের নতুন বই ‘অব্যক্ত বুদ্ধদেব’ প্রকাশিত হল।প্রকাশক পত্রভারতী। সাংবাদিক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশবিদেশ সফর, সাক্ষাৎকারের মুহূর্ত, নীতিগত বিতর্ক, ঔদ্ধত্য-অভিমানের বিপরীতমুখী মিশ্রণ, ইস্তফার আগে তর্ক, অকথিত নানা পর্ব এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে।মঙ্গলবার এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রভারতীতে বইটির উদ্বোধন হল। ছিলেন পত্রভারতীর কর্ণধার ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত।পত্রভারতীর কাউন্টার, ওয়েবসাইট, ই- বিপণন ব্যবস্থাপনায় বইটি  পাওয়া যাবে।

পত্রভারতীর কর্ণধার প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বহুবার বুদ্ধদেববাবুর সঙ্গে সাংবাদিক হিসেবে কুণাল বিদেশে গিয়েছে। কাছ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার সুযোগ পেয়েছে। এই বইতে সেই কথাই লেখা আছে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক অজানা কথা, অনেক অজানা তথ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে লিখেছেন কুণাল।এমনকী, বুদ্ধদেববাবুর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল কুণালের। বলা যেতে পারে এ বই এক অজানা কথার দলিল।

খোদ লেখক কুণাল ঘোষ বলেন, সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাংবাদিক হিসেবে আমি কাছ থেকে দেখার যতটুকু সুযোগ পেয়েছি সেটাই ধরার চেষ্টা করেছি এই বইটিতে।আমি সাংবাদিক হিসেবে সমালোচনা করলেও, আমি দেখেছি উনি কিভাবে প্রশ্রয় দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একদিকে রাজনীতিবিদ, সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষ, একটু জেদি। এমনকি শেষের দিকে আমার মনে হয়েছে শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা অভিমান তার মধ্যে কাজ করেছে। এই পুরো বিষয়টা সংক্ষিপ্ত চেহারায় এই বইয়ের মধ্যে আমি ধরার চেষ্টা করেছি।

সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত বলেন, কুণাল কাছ থেকে অনেককে দেখেছে।কুণাল তার চোখে যেভাবে বুদ্ধবাবুকে দেখেছে তারই সংকলন এই বই।সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশে বিদেশে। সাক্ষাৎকারের নানা মুহূর্ত। জীবন। ইমেজ। পার্টির চোরাস্রোত। জমিনীতির বিতর্ক। দীঘা, শংকরপুরের ছুটি। জ্যোতিবাবুর সঙ্গে তর্ক ও ইস্তফা। ফিরে আসা। ইগো। অভিমান।এক বিরল যাত্রাপথের ধারাভাষ্য এই বই।

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...