Friday, December 5, 2025

প্রকাশিত কুণাল ঘোষের অজানা কথার দলিল ‘অব্যক্ত বুদ্ধদেব’

Date:

Share post:

সাংবাদিক-লেখক কুণাল ঘোষের নতুন বই ‘অব্যক্ত বুদ্ধদেব’ প্রকাশিত হল।প্রকাশক পত্রভারতী। সাংবাদিক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশবিদেশ সফর, সাক্ষাৎকারের মুহূর্ত, নীতিগত বিতর্ক, ঔদ্ধত্য-অভিমানের বিপরীতমুখী মিশ্রণ, ইস্তফার আগে তর্ক, অকথিত নানা পর্ব এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে।মঙ্গলবার এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রভারতীতে বইটির উদ্বোধন হল। ছিলেন পত্রভারতীর কর্ণধার ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত।পত্রভারতীর কাউন্টার, ওয়েবসাইট, ই- বিপণন ব্যবস্থাপনায় বইটি  পাওয়া যাবে।

পত্রভারতীর কর্ণধার প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বহুবার বুদ্ধদেববাবুর সঙ্গে সাংবাদিক হিসেবে কুণাল বিদেশে গিয়েছে। কাছ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার সুযোগ পেয়েছে। এই বইতে সেই কথাই লেখা আছে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক অজানা কথা, অনেক অজানা তথ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে লিখেছেন কুণাল।এমনকী, বুদ্ধদেববাবুর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল কুণালের। বলা যেতে পারে এ বই এক অজানা কথার দলিল।

খোদ লেখক কুণাল ঘোষ বলেন, সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাংবাদিক হিসেবে আমি কাছ থেকে দেখার যতটুকু সুযোগ পেয়েছি সেটাই ধরার চেষ্টা করেছি এই বইটিতে।আমি সাংবাদিক হিসেবে সমালোচনা করলেও, আমি দেখেছি উনি কিভাবে প্রশ্রয় দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একদিকে রাজনীতিবিদ, সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষ, একটু জেদি। এমনকি শেষের দিকে আমার মনে হয়েছে শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা অভিমান তার মধ্যে কাজ করেছে। এই পুরো বিষয়টা সংক্ষিপ্ত চেহারায় এই বইয়ের মধ্যে আমি ধরার চেষ্টা করেছি।

সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত বলেন, কুণাল কাছ থেকে অনেককে দেখেছে।কুণাল তার চোখে যেভাবে বুদ্ধবাবুকে দেখেছে তারই সংকলন এই বই।সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশে বিদেশে। সাক্ষাৎকারের নানা মুহূর্ত। জীবন। ইমেজ। পার্টির চোরাস্রোত। জমিনীতির বিতর্ক। দীঘা, শংকরপুরের ছুটি। জ্যোতিবাবুর সঙ্গে তর্ক ও ইস্তফা। ফিরে আসা। ইগো। অভিমান।এক বিরল যাত্রাপথের ধারাভাষ্য এই বই।

 

 

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...