Thursday, November 13, 2025

প্রকাশিত কুণাল ঘোষের অজানা কথার দলিল ‘অব্যক্ত বুদ্ধদেব’

Date:

Share post:

সাংবাদিক-লেখক কুণাল ঘোষের নতুন বই ‘অব্যক্ত বুদ্ধদেব’ প্রকাশিত হল।প্রকাশক পত্রভারতী। সাংবাদিক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশবিদেশ সফর, সাক্ষাৎকারের মুহূর্ত, নীতিগত বিতর্ক, ঔদ্ধত্য-অভিমানের বিপরীতমুখী মিশ্রণ, ইস্তফার আগে তর্ক, অকথিত নানা পর্ব এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে।মঙ্গলবার এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রভারতীতে বইটির উদ্বোধন হল। ছিলেন পত্রভারতীর কর্ণধার ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত।পত্রভারতীর কাউন্টার, ওয়েবসাইট, ই- বিপণন ব্যবস্থাপনায় বইটি  পাওয়া যাবে।

পত্রভারতীর কর্ণধার প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বহুবার বুদ্ধদেববাবুর সঙ্গে সাংবাদিক হিসেবে কুণাল বিদেশে গিয়েছে। কাছ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার সুযোগ পেয়েছে। এই বইতে সেই কথাই লেখা আছে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক অজানা কথা, অনেক অজানা তথ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে লিখেছেন কুণাল।এমনকী, বুদ্ধদেববাবুর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল কুণালের। বলা যেতে পারে এ বই এক অজানা কথার দলিল।

খোদ লেখক কুণাল ঘোষ বলেন, সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাংবাদিক হিসেবে আমি কাছ থেকে দেখার যতটুকু সুযোগ পেয়েছি সেটাই ধরার চেষ্টা করেছি এই বইটিতে।আমি সাংবাদিক হিসেবে সমালোচনা করলেও, আমি দেখেছি উনি কিভাবে প্রশ্রয় দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একদিকে রাজনীতিবিদ, সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষ, একটু জেদি। এমনকি শেষের দিকে আমার মনে হয়েছে শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা অভিমান তার মধ্যে কাজ করেছে। এই পুরো বিষয়টা সংক্ষিপ্ত চেহারায় এই বইয়ের মধ্যে আমি ধরার চেষ্টা করেছি।

সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত বলেন, কুণাল কাছ থেকে অনেককে দেখেছে।কুণাল তার চোখে যেভাবে বুদ্ধবাবুকে দেখেছে তারই সংকলন এই বই।সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশে বিদেশে। সাক্ষাৎকারের নানা মুহূর্ত। জীবন। ইমেজ। পার্টির চোরাস্রোত। জমিনীতির বিতর্ক। দীঘা, শংকরপুরের ছুটি। জ্যোতিবাবুর সঙ্গে তর্ক ও ইস্তফা। ফিরে আসা। ইগো। অভিমান।এক বিরল যাত্রাপথের ধারাভাষ্য এই বই।

 

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...