Monday, May 19, 2025

Same Side? R G Kar-এর তদন্তে CBI-কেও ভরসা নেই! ফের কন্ট্রোল রুম রাজ্যপাল বোসের

Date:

Share post:

রাজ্যের পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সবেতেই সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে আসছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। এবার কি তিনি সেম সাইড করলেন? কারণ, আদালতের নির্দেশে আর জি করে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ-খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। এই পরিস্থিতি আবার রাজভবনে কন্ট্রোলরুম খুলছেন রাজ্যপাল বোস। তাহলে কি তাঁর সিবিআই তদন্তের উপরেও আস্থা নেই? প্রশ্ন রাজনৈতিক মহলের।ধর্ষণ-খুনের প্রতিবাদ আন্দোলনের মধ্যে একটি কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল।
নম্বর-03322001641 ও 9289010682

রাজ্যপালের কাছে কিছু জানাতে চাইলে এই নম্বরে কল করতে পারেন। মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম কলটি মৃতা চিকিৎসকের বাবাকে করেছিলেন আনন্দ বোস। সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

কিন্তু রাজ্যপাল নিজে কেন এই কন্ট্রোল রুম খুললেন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর কি তাঁর ভরসা নেই? এর আগে তিনি যে কন্ট্রোল রুম, পিস রুম রাজভবনে খুলেছেন- সবগুলিই শেষ পর্যন্ত ফ্লপ শো-এ পরিণত হয়েছে বলেই সূত্রের খবর।

এদিন কন্ট্রোল রুম খুলে রাজ্যপাল বোস (C V Anand Bose) নিজে উড়ে গিয়েছেন রাজধানীতে। সোমবার দিল্লি গিয়েছেন মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। তার আগে অবশ্য উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। বাংলার পরিস্থিতি নিয়েই তাঁরা আলোচনা করেছেন বলে মত রাজনৈতিক মহলের।

সোমবার ঠিক কী কারণে রাজ্যপালের সফর তা স্পষ্ট করেনি রাজভবন। এমনকী এই সফরে তিনি যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তাও জানানো হয়নি। যেটুকু শোনা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, রাখি পূর্ণিমার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছেন রাজ্যপাল। সুপারিশের প্রতিলিপি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও৷ কিন্তু এই মর্মান্তিক ঘটনায় প্রথম থেকেই যখন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়েছেন, তখন এই বিষয়টিকে ইস্যু করে রাজ্যপালের এই দাবি ঘিরে প্রশ্ন উঠছে সব মহলে। এখন কন্ট্রোল রুম খুলে নিজের অবস্থান আরও জটিল করলেন আনন্দ বোস।






spot_img

Related articles

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...