Friday, November 14, 2025

হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী দীপু মনি গ্রে.ফতার, আপাতত গোয়েন্দা হেফাজতে!

Date:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লিগের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এবার শেখ হাসিনার তৎকালীন সরকারের মন্ত্রী তথা বাংলাদেশের প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেফতার করল পুলিশ। তিনি বিদেশমন্ত্রীও ছিলেন।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টার সময় বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয় মনিকে। যদিও ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তবে গ্রেফতার নেত্রীকে গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যার মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার দল আওয়ামী লিগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বন্ধ করতে চেয়ে একটি মামলাও দাখিল হয়েছে বাংলাদেশের আদালতে।আওয়ামী লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী দীপু মনি। তিনি হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন।তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা রুজু হয়েছিল। গত ১৫ অগস্ট বিএনপির জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দীপু মনি এবং তার ভাই জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে মামলা রুজু হয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে শেখ হাসিনার প্রাক্তন বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সলমন এফ রহমান এবং প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।তার আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুডু এবং প্রাক্তন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেউ গ্রেফতার করা হয়। আর এবার গ্রেফতার করা হল দীপু মনিকে।

 

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version