Wednesday, August 27, 2025

R G Kar: নিরাপত্তার অভাব বোধ খোদ কল্যাণ-কন্যার! কী জানালেন আইনজীবী প্রমিতী

Date:

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পরে দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বাংলা। একই সঙ্গে দাবি উঠেছে নারী নিরাপত্তার। এই ইস্যুতে সোমবার রাজপথে মিছিল করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবীরাও। আর সেই মিছিলে পা মেলালেন খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মেয়ে আইনজীবী প্রমিতী বন্দ্যোপাধ্যায়।সোমবার আদালত চত্বরে কোনও রাজনীতি বা মতাদর্শ ভুলে নির্যাতিতার বিচারের দাবি জানান আইনজীবীরা (Lawyer)। প্রথম সারিতে ছিলেন মহিলা আইনজীবীরা। কোনও স্লোগান ছাড়া শুধুমাত্র কিছু ব্যানার হাতে পথ হাঁটেন তাঁরা। হঠাৎই মিছিল থেকে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামিম রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করেন বলে অভিযোগ। প্রতিবাদ করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এর পরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই সময় প্রমিতী গিয়েই বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

পরে কল্যাণ-কন্যা প্রমিতী বলেন, আমি তদন্ত নিয়ে কিছু বলতে পারব না। তবে যা হয়েছে, তা ঠিক হয়নি। বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। আমরা আইনজীবীরাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী প্রমিতী। বলেন, “ট্রোলের জন্য, খবর ছড়ানোর জন্য পুলিশের এত তৎপরতা। তৎপরতাটা আসলে কোথায় দেখানো উচিত, সেই প্রশ্ন উঠছে।”

একই সঙ্গে প্রমিতীর দাবি তিনিও নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর মতে, অনেক সময় মহিলা আইনজীবীদেরও রাত পর্যন্ত কাজ করতে হয়। “হ্যাঁ আমিও নিরাপত্তার অভাব বোধ করছি। মহিলা হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছি। ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমার শহরে এটা ঘটে গিয়েছে। আমরা তাকিয়ে আছি সিবিআই-এক দিকে।”

আর জি করের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যও। তাঁর কথায়, “আমি একজন মেয়ের বাবা, এক দিদির ভাই, এক মায়ের সন্তান। ন্য়ায় তো চাইতেই হবে। তিনি মনে করেন, রাস্তায় নামলে যারা বিকৃত মনস্ক মানুষ, তাদের একটা বার্তা দেওয়া দরকার।“ বাবার সঙ্গে মত বিরোধ হয়ত নয়, কিন্তু কিছুটা উল্টো পথে হাঁটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা-পুত্র।






Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version