আর জি কর কাণ্ড ঘিরে তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদ জানিয়ে চলছে নানা আন্দোলন। এবার সেই সব আন্দোলনকে হাতিয়ার করেই জঙ্গলমহলে মাটি ফিরে পেতে তৎপর হয়ে উঠেছে মাওবাদীরা। এই মর্মেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সতর্কবার্তা পাঠিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে।

নবান্নের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশায় ঘাঁটি গেড়ে থাকা মাওবাদীদের বেশ কয়েকটি ইউনিট নতুন করে জঙ্গলমহলে পা রাখার ছক কষছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম রাজ্যের এই ৪ জেলাতে তাঁরা ফের সংগঠন গড়ে তুলতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে জমি মাওবাদীরা জঙ্গলমহলে হারিয়েছে সেই জমি ফিরে পেতে এরা এখন নতুন করে তৎপরতা শুরু করেছে। তাঁদের সেই সুযোগ করে দিয়েছে আর জি কর কাণ্ডকে ঘিরে রাজ্যের নানা প্রান্তে শুরু হওয়া আন্দোলন।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, লোকসভা ভোটের আগে থেকেই বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমানা ঘেঁষা দুর্গম এলাকাগুলিতে মাওবাদীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আর জি কাণ্ডের জেরে এখনও পর্যন্ত যত আন্দোলন হচ্ছে তার সবটাই হচ্ছে কলকাতার বুকে। বাকি রাজ্যের হাতেগোনা কিছু শহরে সেই আন্দোলনের টুকরো টুকরো ছবি দেখা যাচ্ছে। কিন্তু তুলনামূলক ভাবে গ্রাম বাংলা এখনও শান্ত আছে। সেখানে আন্দোলনের ছিটেটুকুও দেখা যাচ্ছে না। জেলার শহর থেকে গ্রামেও আন্দোলনের কোনও রেশ নেই। আর এই শূন্যতা পূরণেই মাঠে নামতে চাইছে মাওবাদীরা। যে মমতার প্রশাসন জঙ্গলমহল থেকে মাওবাদীদের উৎখাত করতে সক্ষম হয়েছে, সেই মমতার সরকারকে উৎখাত করতে এখন আর জি কর কাণ্ডকে হাতিয়ার করতে চাইছে মাওবাদীরা। শহরের আন্দোলনকে তাঁরা ছড়িয়ে দিতে চাইছে জঙ্গলমহল ও আশেপাশের জেলাগুলির গ্রামগঞ্জেও। আর সেই বার্তা পেয়েই রাজ্য পুলিশ প্রশাসনও জঙ্গলমহলের ৪টি জেলার সব থানাকেই সতর্ক করে দিয়েছে। এলাকায় কড়া নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

একসময় মাওবাদীদের গুলির শব্দে জঙ্গলমহলবাসীর ঘুম ভাঙত। যৌথবাহিনীর ভারী বুটের আওয়াজ শুনে বাসিন্দারা ঘুমাতে যেতেন। বাম আমলের শেষ দিকে প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের কোনও না কোনও থানা এলাকা থেকে মাওবাদী হানার খবর পাওয়া যেত। সেইসময় মূলত বাম নেতাকর্মীদের মাওবাদীরা ‘টার্গেট’ করত। তৃণমূল জমানায় জঙ্গলমহলে শান্তি ফিরেছে। বর্তমান সরকারের আমলে জঙ্গলমহলের প্রতিটি কোণা উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বহু মাওবাদী নেতাকর্মী প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে পুনর্বাসনের সুবিধা নিয়েছেন। জঙ্গলের ডেরা থেকে সমাজের মূলস্রোতে ফিরে হোমগার্ডে চাকরি করছেন। তবে এখনও জঙ্গলমহলের বহু জায়গায় মাওবাদী ভাবধারায় বিশ্বাসী অনেকে রয়েছে। ভিন রাজ্য থেকে মদত ও স্থানীয়দের সমর্থন পেলেই ফের তারা সক্রিয় হয়ে উঠবেন। কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর দাবি, বাম আমলের শেষ দিকের মতো সরকার তথা পুলিশ বিরোধী যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল এখন আর জি কর কাণ্ডকে হাতিয়ার করে সেই একইধরনের পরিস্থিতি জঙ্গলমহলের বুকে তৈরি করতে চাইছে মাওবাদীরা।

আরও পড়ুন- R G KAR: একই পথে রাজনৈতিক মিছিল! স্বাস্থ্যভবন অভিযান স্থগিত আন্দোলনকারীদের, উঠছে না কর্মবিরতি
