Thursday, December 25, 2025

CBI তদন্তে ‘অসন্তোষ’! আন্দোলন এখনই প্রত্যাহার নয় আর জি করে

Date:

Share post:

সিবিআই তদন্তের গতিপ্রকৃতিতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে এখনই উঠছে না আর জি করের ডাক্তারদের আন্দোলন। সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও স্বাভাবিক অবস্থায় ফিরল না রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। আন্দোলনরত ডাক্তারদের দাবি, অপরাধের সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে এখনও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত নন তাঁরা। মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকে বসবে আন্দোলনকারী ডাক্তাররা। সেই সঙ্গে বৃহস্পতিবারের সিবিআই-এর রিপোর্টের উপরও তাঁদের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান তাঁরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেই সঙ্গে প্রকাশিত হয় ন্যাশানাল টাস্ক ফোর্সের জন্য নির্দেশিকাও। আর জি করের আন্দোলনরত ডাক্তাররা জানান, সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে দুপুরে বৈঠকে বসবেন তাঁরা। তারপর সিদ্ধান্ত নেবেন তাঁরা। কিন্তু সর্বোচ্চ আদালতের পরেও কেন আন্দোলন প্রত্যাহার নয়? আন্দোলনকারী ডাক্তারদের নিশানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আর জি করের ডাক্তারদের দাবি, “সংবাদ মাধ্যমে যে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হয়েছে তা দেখে আমাদের যতটুকু মেডিক্যাল নলেজ আছে তা থেকে বলতে পারি এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। গ্রেফতার হয়েছেন একজন। এখনও প্রকাশ্যে এই ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে ঘুরে বেড়াচ্ছে বাকিরা।” এই প্রসঙ্গে তাঁরা জানান, সিবিআই তদন্তের গতি প্রকৃতির উপর তাঁদের নজর থাকবে।

সিবিআই এখনও একাধিক অপরাধী সংক্রান্ত তথ্য তদন্তের মাধ্যমে পেশ করতে পারেনি। যতক্ষণ না ধর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত এই সংক্রান্ত রিপোর্ট সিবিআই পেশ করছে ততক্ষণ নিরাপদ বোধ করছেন না বলে স্পষ্ট দাবি আন্দোলনকারী ডাক্তারদের। তাঁরা বলেন, “আমরা নিরাপদ অনুভব করলে আমরা ক্যাম্পাসের ভিতরে থাকতাম, বাইরে বসতাম না। যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে এই ঘটনায় তাহলে এই ক্যাম্পাসে কীভাবে নিরাপদ অনুভব আমরা।” সুপ্রিম কোর্ট সিবিআইকে বৃহস্পতিবার রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। আপাতত সেই রিপোর্টের দিকে তাকিয়ে আন্দোলনকারী ডাক্তাররা।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...