Wednesday, November 12, 2025

হাসপাতালের সুরক্ষায় এবার সেনা ও পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগ করবে রাজ্য

Date:

হাসপাতালের সুরক্ষায় এবার সেনা ও পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের কাজে লাগানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার ভার প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হবে।মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদেরও ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, নায়েব সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন জানাতে পারবেন। একই ভাবে গত দু’বছরের মধ্যে পুলিশের ইন্সপেক্টর, ডিএসপি বা অতিরিক্ত পুলিশ সুপার পদের যে সব অফিসার অবসর নিয়েছেন, তাঁরা শারীরিক ভাবে ফিট থাকলে হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন।

জেলা পুলিশ সুপারদের ও রাজ্য পুলিশের কর্তাদের এ ব্যাপারে ইচ্ছুকদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।২৪ অগাস্টের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে  বেতন ও ভাতার নির্দিষ্ট হার রয়েছে। অর্থ দফতরের সেই গাইডলাইন মেনে হাসপাতালের নিরাপত্তায় নিযুক্ত আধিকারিকদের ভাতা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version