রাতের কলকাতায় বেপরোয়া গতি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারলো টলিউডের (Tollywood actor) নামী অভিনেতার চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত সৌরভ নামের ২৯ বছরের এক যুবক। মত্ত অবস্থায় গাড়ি চালানো এই দুর্ঘটনা। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ অভিনেতা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বেহালার রাজা রামমোহন রায় রোড ধরে মুচিপাড়ার দিকে আসছিলেন। উল্টো দিক থেকে বাইকে করে কাজ শুরু ফিরছিলেন যুবক। মত্ত সম্রাট প্রথমে দুচাকায় ধাক্কা মারে তারপর পাশে থাকা একটি বাড়ির পাঁচিলে ধাক্কা খায়। আহত যুবককে প্রথমে বাঙুর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় এস এস কে এম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিনেতা সম্রাটের গাড়ি থেকেও মদের বোতল উদ্ধার হয়েছে।মত্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই টলিউড অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।